যখন থেকেই মার্কেটের অধঃপতন শুরু হয়েছে, বিটকয়েনের সাথে সাথে সকল অল্টকয়েনও হ্রাস পেয়েছে। আর CAKE ও BAKE এই দুইটি কয়েনও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং এই দুইটি প্রজেক্ট কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইনের সবচেয়ে জনপ্রিয় প্রজেক্ট । আর CAKE ও BAKE প্রত্যেকেরই নিজস্ব গুণ রয়েছে, যেমন CAKE হলো জনপ্রিয় ডিসেন্ট্রালাইজ সোয়াপ এক্সচেঞ্জ হিসেবে এবং BAKE হলো জনপ্রিয় এনএফটি মার্কেটপ্লেসের জন্য। তাই এই দুইটি প্রজেক্টের মূল্য পরবর্তীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনাদের কি মনে হয়, CAKE ও BAKE নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে যখন বিটকয়েন ও মার্কেট বর্তমান কারেকশন মার্কেট থেকে বুল মার্কেটে ধাবিত হবে?
