ওকে নো প্রবলেম। মানুষ মাত্রই ভুল করতেই পারে। 
আর হা DuckDao থেকে Keytango ভালোই ফান্ড রাইজ করেছে। এজন্য তাদের টোকেনের ভেল্যু এখন অনেক হাই। Keytango এবং Cook Protocol দুটির সিগনেচার করেছি। দেখা যাক কি হয়।
একমত আপনার সাথে, যে আমরা ভুল করতেই পারি এবং সেটিকে স্বাভাবিকভাবে নেয়ার জন্য সাধুবাদ জানাই। আর আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, সব ভালো ভালো প্রজেক্টের সিগনেচার ক্যাম্পেইনের কাজগুলো করেছেন। দোয়া রইল আপনার এবং সকল বাউন্টি হান্টারদের জন্য।

আজকে দেখলাম এই টোকেনটা লিস্টেড হয়েছে খুব ভালো একটা দামে। যদিও আমি এই প্রজেক্টের সাথে জয়েন হতে পারিনি তবুও বলা যায় যে বাউন্টি হান্টারদের জন্য অনেক বড়ো একটা পেমেন্ট হবে এই প্রজেক্ট।
যদি মার্কেট ঠিক থাকে, তাহলে অবশ্যই সকল বাউন্টি হান্টাররা ভালো ধরনের লাভ করতে পারবে। আর আপনি যেহেতু Cook Protocol এর সিগনেচার করেছেন, আপনিও ভালো ধরনের লাভ করতে পারবেন। কারণ DuckDao এর পরবর্তী প্রজেক্টের লিস্টে Cook Protocol রয়েছে। তাই অগ্রিম সাধুবাদ জানাই।