কয়েক মাস ধরে বাইনান্স এর নিজস্ব টোকেন BNB এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। BNB এর দাম বৃদ্ধির কারণ রয়েছে অনেক। তার মধ্যে মূল কারণ হচ্ছে বর্তমানে অধিকাংশ বাউন্টি প্রকল্পে বাইনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে। বর্তমানে BNB এর দাম 520$ ডলার।
এখন আমার প্রশ্ন হচ্ছে এ বছরেই BNB এর দাম 1000$ হাজার ডলারে পৌঁছাতে পারবে কিনা? আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি।
এটি সত্য যে, বিএনবির মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণ হিসেবে বিভিন্ন প্রকল্পের বাইন্যান্স স্মার্ট চেইনের ব্যবহার বললে কিছুটা ভুল হবে। কারণ প্রকল্পগুলো যদি অর্থ উত্তোলন বিএনবিতে করে, তাহলে সেগুলো বিক্রি করে বিটিসি করতে হবে। কারণ সকল এক্সচেঞ্জ কিন্তু বিএনবিতে লিস্টিং ফি নেয় না। তবে বিএনবির এমন উর্ধ্বোগতির কারণ হিসেবে বলতে পারে যে, বিএনবি এর টোকেন বার্ন ইভেন্ট+বিভিন্ন প্রজেক্টের আইইও হওয়া। কারণ যতবারেই আইইও হয়েছে বিএনবির মূল্যে উর্ধ্বোগতি দেখা দিয়েছে।
আর পরবর্তী মাসে যদি নতুন কোনো প্রজেক্টের আইইও ঘোষণা করে, তাহলে বিএনবি $১০০০ খুবই সহজে অতিক্রম করবে।
