Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Learn Bitcoin on November 26, 2024, 07:47:27 AMবিএনপি তে কয়েন রেখে কাজটা ভালো করলেন না। ক্রিপ্টোতে রাজনীতি না করাই ভালো। ভয়েস টেস্টিং দিতে গেলে এমনই হয়, তাও ভালো শুধুমাত্র বিএনপি এসেছে ছাত্রলীগ আওয়ামী লীগ কোন কিছু আসে নাই। Quoteআমিও মনে করি ব্যাংক এ টাকা রাখা একবারে বোকামি। আমি অন্য একটা থ্রেডে সম্ভবত একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে ব্যাংক এ টাকা রাখার কারনে মানুষ কি পরিমানে লস করছে। আমার ইনভেষ্টমেন্ট আসলে পুরোটাই ক্রিপ্টোতে। আমি কোনো সম্পদ দাড় করাতে পারিনি। জমি কেনার কথা কল্পনাতেও ভাবতে পারি না। কারন আমার জমি কেনার মতো টাকা কখনোই হয়নি। আমার অনেক আশা যে আমি এই বুল রান থেকে ৩-৪ গুন প্রফিট নিয়ে বের হবো। যদি পারি, তাহলে সামনের বুল রানে আমার কাছে জমি কেনার মতো টাকা হবে ইনশাল্লাহ। তবে এখন মনে হচ্ছে আপাতত বিটকয়েন অলটাইম হাই দেখে ফেলেছে। সামনের মাসের শেষের দিকে আরেকটা পাম্প দিবে। অল্টকয়েনের লস এখনো পুরোপুরি রিকভার করতে পারিনি। কয়েকদিন মার্কেট পজেটিভ থাকলে রিকভার হবে আশা করি।ব্যাংকে আমার কিছু টাকা রয়েছে বলতে গেলে আমি বোকামি করেছি 2022 সাল এর বিয়ার সিজনে আমি যদি সেই ফান্ড ইনভেস্টমেন্ট করতাম বর্তমানে আমার কাছে প্রায় ছয়গুণের বেশি প্রফিটে এসেট ৩০ লাখের উপরে থাকতো। তারপর এবারের বুল সিজন নিয়ে কথা বললে এবারের বুল সিজন থেকে আমার প্রতিটা ইনভেস্টমেন্ট থেকে যদি দুই গুণ প্রফিট হয় তাহলে আমি সামনের বেয়ার সিজন কে টার্গেট করে একটা বড়সড়ো ইনভেস্টমেন্ট করব যেটা থেকে হয়তো আগের ভুলের কিছুটা রিকভারি করতে পারব।
বিএনপি তে কয়েন রেখে কাজটা ভালো করলেন না। ক্রিপ্টোতে রাজনীতি না করাই ভালো।
আমিও মনে করি ব্যাংক এ টাকা রাখা একবারে বোকামি। আমি অন্য একটা থ্রেডে সম্ভবত একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে ব্যাংক এ টাকা রাখার কারনে মানুষ কি পরিমানে লস করছে। আমার ইনভেষ্টমেন্ট আসলে পুরোটাই ক্রিপ্টোতে। আমি কোনো সম্পদ দাড় করাতে পারিনি। জমি কেনার কথা কল্পনাতেও ভাবতে পারি না। কারন আমার জমি কেনার মতো টাকা কখনোই হয়নি। আমার অনেক আশা যে আমি এই বুল রান থেকে ৩-৪ গুন প্রফিট নিয়ে বের হবো। যদি পারি, তাহলে সামনের বুল রানে আমার কাছে জমি কেনার মতো টাকা হবে ইনশাল্লাহ। তবে এখন মনে হচ্ছে আপাতত বিটকয়েন অলটাইম হাই দেখে ফেলেছে। সামনের মাসের শেষের দিকে আরেকটা পাম্প দিবে। অল্টকয়েনের লস এখনো পুরোপুরি রিকভার করতে পারিনি। কয়েকদিন মার্কেট পজেটিভ থাকলে রিকভার হবে আশা করি।
২০২২ সালের বিয়ার সিজনে যদি আপনি ফান্ড ইনভেস্টমেন্ট করতেন, তবে আজ সত্যিই আপনি বড় মুনাফা পেতে পারতেন, যেটি একটি শিখনীয় অভিজ্ঞতা হতে পারে। ক্রিপ্টো বা শেয়ার মার্কেটের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কখনো কখনো এমন সময় আসে যখন সঠিক মুহূর্তে বিনিয়োগ করলে বড় লাভ হতে পারে। এবারের বুল সিজন নিয়ে আপনার ভবিষ্যদ্বাণীও ঠিক মনে হচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী বুল সিজন সাধারণত ভাল লাভের সুযোগ সৃষ্টি করে। তবে, এতে কিছু ঝুঁকি ও উদ্বেগও থাকতে পারে, যেমন কোনো ভুল সিদ্ধান্ত বা বাজারের অস্থিরতা। সুতরাং, এবারের বুল সিজন থেকে আপনি যদি দুই গুণ লাভ পান, তবে আপনার পরিকল্পনা অনুযায়ী সামনের বেয়ার সিজনের জন্য বড় পরিসরের ইনভেস্টমেন্ট করা একটি ভালো কৌশল হতে পারে।
Quote from: CoinHolder on December 21, 2024, 08:05:20 PM২০২২ সালের বিয়ার সিজনে যদি আপনি ফান্ড ইনভেস্টমেন্ট করতেন, তবে আজ সত্যিই আপনি বড় মুনাফা পেতে পারতেন, যেটি একটি শিখনীয় অভিজ্ঞতা হতে পারে। ক্রিপ্টো বা শেয়ার মার্কেটের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কখনো কখনো এমন সময় আসে যখন সঠিক মুহূর্তে বিনিয়োগ করলে বড় লাভ হতে পারে। এবারের বুল সিজন নিয়ে আপনার ভবিষ্যদ্বাণীও ঠিক মনে হচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী বুল সিজন সাধারণত ভাল লাভের সুযোগ সৃষ্টি করে। তবে, এতে কিছু ঝুঁকি ও উদ্বেগও থাকতে পারে, যেমন কোনো ভুল সিদ্ধান্ত বা বাজারের অস্থিরতা। সুতরাং, এবারের বুল সিজন থেকে আপনি যদি দুই গুণ লাভ পান, তবে আপনার পরিকল্পনা অনুযায়ী সামনের বেয়ার সিজনের জন্য বড় পরিসরের ইনভেস্টমেন্ট করা একটি ভালো কৌশল হতে পারে।মূল সমস্যা হলো, কখন বুল রান শুরু হচ্ছে, আর কখন শেষ হচ্ছে, কখন বিয়ার মার্কেট শুরু হচ্ছে আর কখন শেষ হবে, সেটাই আমরা বুঝি না। শুধু আমি বা উনি না, এটা বেশিরভাগ মানুষই বুঝে না। তাহলে মানুষ এতো লস করতো না। ক্রিপ্টো মার্কেটে যারা প্যানিক সেল থেকে বাচতে পারে, তারাই মূলত মার্কেটে টিকে থাকতে পারে। ধরেন আপনি একবার ইনভেষ্ট করলেন, কিন্তু দেখা গেলো আপনার ইনভেষ্ট এর পর পর মার্কেট ক্র্যাশ করা শুরু করলো। সেই মুহুর্তে আপনি সেল করে দিলেই লস। বরং, সেটাকে বায়িং অপুরচুনিটি মনে করে ডিসিএ করে গেলে, এটাই আপনাকে পরবর্তীতে প্রফিট দিবে। কিন্তু বিয়ার সিজনে মূলত আমরা ভয়ে থাকি। কখন না জানি মার্কেট আরো বেশি ডাউন হয়ে যায়।
আমরা মার্কেট এনালাইসিস করতে পারি না খুব ভালোভাবে এর কারণে আমাদের লস সবচাইতে বেশি হয়। তাই আমি খুব সহজে একটি কৌশল অবলম্বন করি যা অন্ততপক্ষে আমাকে বড় ধরনের লস থেকে বাঁচায়। আমি সবসময় CMC তে টপ 20 কয়েনগুলোকে টার্গেট করি এবং এগুলোর ATH দাম থেকে 50% ডাউনে পেলে কিনি তার সেগুলো একটি দীর্ঘমেয়াদি হোল্ড করি। এতে অন্ততপক্ষে bull season এ অনেক ভালো পরিমানে প্রফিট পাওয়া যায়। এটি অনেক ভালো কাজ করেন আমি ভালো ফলাফল পেয়েছি আমার এই কৌশল অবলম্বন করে।