আপনার প্রশ্নের দুইভাবে নেওয়া যায়।
১. Bitcointalk ফোরামের মতো altcointalk ফোরামের কোন কয়েন আছে কিনা?
২. Bitcoin এর মতো altcoin বলতে কোন কয়েন আছে কিন?
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে:
১. Bitcointalk ফোরামের কোন কয়েন বা টোকেন নেই। কিন্তু Altcointalk এর একটি নিজস্ব টোকেন আছে।
২. Bitcoin বাদে যত ধরনের কয়েন এবং টোকেন মার্কেটে লিস্টেড আছে সবগুলোকে এক কথায় Altcoin বলা হয়।
যখন আপনি Bitcoin এর সাথে অন্য কোন কয়েন বা টোকেন কে তুলনা করবেন, তখন Bitcoin কে Bitcoin ই বলা হবে কিন্তু অন্য সব কয়েন বা টোকেন কে বলা হবে Altcoin.
আশা করি বুঝতে পেরেছেন।
