বর্তমানে Cardano প্রেমিদের কাছে জনপ্রিয় প্রজেক্ট হয়ে উঠেছে SundaeSwap এবং এটির হাইপও চলতেছে। প্রজেক্টটির টিম ইতিমধ্যে Beta Launch আজকে অর্থ্যাৎ ২০ জানুয়ারী চালু করবে। শুধু এটিই নয়, প্রজেক্টির ISO (Initial Staking Offer) চালু হবে ২৫ই জানুয়ারি থেকে এবং ৩১৬ epochs থেকে ৩২০ epochs এর মধ্যে সম্পন্ন হবে। Cardano ব্লকচেইনে epochs প্রতি ৪ দিন পর পর ৫ম দিনে সম্পন্ন হয়ে থাকে এবং ISO এর জন্য ৫% টোকেন বরাদ্ধ করা হয়েছে। এর মানে প্রতি epochs এ ১% করে টোকেন বিক্রি হবে এবং মোট স্টেকিং এর উপর নির্ভর করবে অংশগ্রহণকারীরা কত $SUNDAE টোকেন পাবে। তাই সকলে ISO তে অংশগ্রহণ করতে পারেন। আর একটি বিষয়, Sundaeswap এর শুধুমাত্র Beta launch হতে যাচ্ছে এবং সম্পূর্ণ mainnet launch এখনো বাকি আছে।
আরো বিস্তারিত জানুন: https://www.sundaeswap.finance/posts/wen-sundaeআমার সোর্স:https://t.me/bitbytecrypto_ann/525আপনাদের মতামত জানাবেন প্রজেক্টটি নিয়ে এবং সকলের মতামত আশা করতেছি।
বি:দ্র: আমি শুধুমাত্র প্রজেক্টটি সম্পর্কে আপনাদেরকে জানালাম, তাই নিজের বিচার-বিশ্লেষণ করার পর যেকোনো ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন। আপনার লাভ হলে যেমন আমি কোনো কিছুর অংশীদ্বার হবো নাহ, তেমনি আপনার ক্ষতির জন্যও আমি কোনো ধরনের দ্বায়ী নয়।
