Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে সবাই যে সব বিষয় জানে তা নয়। আস্তে আস্তে শিখবে। সামান্য ভুল করলে তাকে নেগেটিভ কর্মা না দিয়ে সতর্ক করে দিন, পারলে পারসোনাল ম্যাসেজে তাকে জানিয়ে দিন এটা করা ঠিক না বা কি করতে হবে সেটা বলে দিন। তাহলে সেও আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে। ভালো পোস্ট হলে পজেটিভ কর্মা দিন। আর লোকাল থ্রেডে তেমন আসলে নতুন পোস্ট হচ্ছেনা গত প্রায় এক বছর ধরে। সবাই একটিভ না হলে পোস্ট ও কমেন্ট বাড়বে না যেটা বাংলা বোর্ডের জন্য সমস্যা বটে।
Quote from: Malam90 on July 29, 2020, 06:11:09 PMকথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে সবাই যে সব বিষয় জানে তা নয়। আস্তে আস্তে শিখবে। সামান্য ভুল করলে তাকে নেগেটিভ কর্মা না দিয়ে সতর্ক করে দিন, পারলে পারসোনাল ম্যাসেজে তাকে জানিয়ে দিন এটা করা ঠিক না বা কি করতে হবে সেটা বলে দিন। তাহলে সেও আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে। ভালো পোস্ট হলে পজেটিভ কর্মা দিন। আর লোকাল থ্রেডে তেমন আসলে নতুন পোস্ট হচ্ছেনা গত প্রায় এক বছর ধরে। সবাই একটিভ না হলে পোস্ট ও কমেন্ট বাড়বে না যেটা বাংলা বোর্ডের জন্য সমস্যা বটে।আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি। এই ফোরামে এমন অনেক মানুষ রয়েছে যারা অল্টা কয়েন ফোরাম সম্পর্কে খুব একটা বেশি জানে না, আমাদের উচিত হবে তাদেরকে নেগেটিভ কারমা না দিয়ে পারলে তাদের সাহায্য করা। তারা কিভাবে পোস্ট দেবে এবং কোন কোন বিদিবে পোস্ট দিবে সেই বিষয়টা তাদের অবগত করা।