বছর আসে বছর যায় এবং হাজারো স্মৃতি নিয়ে আমরা পর করি নতুন নতুন বছর। সেরকমই 2024 সালে পুরোটা সময় বিভিন্ন সুখ দুঃখ আনন্দের মধ্যে দিয়ে কেটেছে রয়ে গেছে হাজারো স্মৃতি। শুভ হোক নতুন বছর সবার জন্য। বছরের শুরু থেকেই সবাই নতুন নতুন টার্গেট নিয়ে পথ চলা শুরু করুন সবার জন্য শুভকামনা।
Happy New Year 2025
আপনাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। হয়তো আমি দু একদিন ধরে Altcointalks from সাথে যুক্ত হয়েছি। তাই আমি আপনাকে আমার পক্ষ থেকে Happy new year 2025 জানালাম।
নতুন বছর শুরু হবার 3 মাস পর নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন

আবার নতুন বছর আসতেছে তখন জানাতেন। যাইহোক আপনি ফোরামে নতুন। তাই ধীরে ধীরে ফোরামের সকল নিয়ম কানুন সম্পর্কে শিখুন, ভালো ভালো। পোস্ট করুন এবং যদি কিছু না বুঝেন তাহলে নতুন টপিক খুলে অথবা সিনিয়র কাউকে পার্সোনালি মেসেজ দিয়ে সেগুলো বুঝে নিবেন। আপনাকে এই ফোরামে স্বাগতম
এই টপিক New Year এর জন্য খোলা হয়েছিল এখানে এখন পোস্ট করা হবে স্পামিং তাই এই টপিক লোক করা হলো।