ব্যাক্তিগত ভাবে আমি মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আরব কান্ট্রি গুলো আস্তে আস্তে যুদ্ধে অংশ নিতে শুরু করেছে। যেহেতু ইউ ইস সরাসরি ভাবে ইসরায়েল কে সমর্থন করে, তারা যদি দেখে ইসরায়েলের অবস্থা খারাপ, তাহলে হয়তো তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। আর এমনটা হলে রাশিয়াও এই যুদ্ধে অংশ নিতে পারে। কারন রাশিয়া ইরানের বন্ধু দেশ বলেই জেনে আসছে সবাই। চিন ও ইউ এস এর একটা বড় প্রতিদ্বন্দ্বী, আমার মনে হয় যুদ্ধ এভাবে শুরু হয়ে গেলে চিন ও রাশিয়ার সাথে মিলে যাবে।
এখন আসি নেটওয়ার্ক এর ব্যাপারে। একটা পুরো দেশের নেটওয়ার্ক স্থাপনা গুড়িয়ে দেওয়া এতোটা সহজ না। বাংলাদেশে মাত্র দুই যায়গা দিয়ে ইন্টারনেট কানেকশন আসছে। কিন্তু অন্যান্য দেশ গুলোতে তারা কোনো দুই একটা যায়গার ওপর নিরভর করে নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করে না। তাছাড়া এখন সেটেলাইট ইন্টারনেট এর যুগ চলে আসছে। মানুষ স্টারলিংক ব্যাবহার করা শুরু করেছে। যদিও আমাদের দেশে এখনো আসেনি। যুদ্ধ যদি বড় আকার ধারন করে, তাহলে ইলন মাস্ক তার স্যাটেলাইট ইন্টারনেট বন্ধ করবে কি না, সেটা নিয়েও ভাবার দরকার আছে।
এখন আসি বিটকয়েনেদের দামের ব্যাপারে। বিটকয়েন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে না। কারণ প্রায় সব দেশেই বিটকয়েন ফুল নোড রানিং আছে। এখন ৭ হাজারের মতো ফুলো নোড রানিং আছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলেও, একেবারে সব দেশ এতে অংশ নেবে না। আর দামের কথা যদি বলি, এটাতে অনেক বেশি ইফেক্ট পড়বে। অন্যান্য প্রায় সকল কিছুর মতো। যুদ্ধ বড় হয়ে গেলে নিত্যপ্রয়োজনীয় সকল কিছুর দাম অনেক বেড়ে যাবে এবং বিটকয়েন সহ অনেক কিছুর দাম কমতে থাকবে।