আপনাকে আপনার পরিবারের সবাইকেও ঈদুল আজহার শুভেচ্ছা।
ছোট বেলায় ঈদের সময় যতো আনন্দ থাকতো, এখন আসলে ঈদের দিনেও মনে হয় না যে ঈদ উৎযাপন করছি। আজকে একটা ঈদের দিন গেলো, সারা দিন চলে গেলো ব্যাস্ততায়। আমি এমনিতে পরিশ্রম করতে পারি না। তবে কোরবানি ঈদের কাটাকাটি নিজেই করার চেষ্টা করেছি। যার জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আজকে। ইচ্ছে করছিলো না যে ফোরামে কিছু পোষ্ট করি।
একটা দুঃখ জনক ব্যাপার কি জানেন? কোরবানি আমাদের ওপর ওয়াজিব করা হলেও, নামাজ আমাদের ওপর ফরজ করা হয়েছে। আজকে ঈদের দিনে ফজরের নামাজ পরেছি ৫-৬ জন মিলে। আর দুপুরে যোহরের নামাজ আদায় করেছি ৭-৮ জন মিলে। আমরা এখন ফরজের চাইতে ওয়াজিব কে বেশি প্রাধান্য দিচ্ছি। কোরবানি হচ্ছে গোস্ত খাওয়া ঈদ! আর কিছুই না
