আজকের বিটকয়েনের বর্তমান মূল্য রয়েছে ৬৮কে উপরে তবে মাঝে মাঝে বিটকয়েন এর মূল্য ডাউন হয় যার জন্য এখন পযন্ত ৭০ কে পোছাতে পারেনি আমি ধারোনা করে রেখেছি এই সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে হবে।তবে আগামী ২০২৬-২৭ সালের দিকে বিটকয়েনের মূল্য কেমন হবে দাম কি আরো বৃদ্দি পাবে নাকি ডাউন হবে এই বিষয় আমার তেমন কোন ধারোনা নেই তাই আমি চিন্তা করেছি ২০২৫ সালের শেষের দিকে সকল বিটকয়েন বিক্রি করে দিয়ে ২০২৬-২৭ সালের বিটকয়েন এর মূল্য কেমন হয় সেটা বুঝবো এবং তার পরে আবারো বিনিয়োগ শুরু করবো।
আমি এটা এর আগেও আমার পোস্টে কয়েকবার বলেছি যে একজন মানুষের উচিত তার ফান্ডকে তিনটি ভাগে ভাগ করা, একটি ভাগে সে শুধুমাত্র বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবে আমি যেটা বোঝাচ্ছি সেটা হল ডলার পোস্ট এভারেজিং মেথড এর কথা, এবং আরেকটি ভাগে থাকবে ক্রিপ্টোকারেন্সিতেই কোন স্টেবল কয়েনে হোল্ডিং করে রাখা এবং তৃতীয় ভাগে ওই পরিমাণ এমাউন্ট ক্যাশ করা যেটা আপনার দৈনন্দিন জীবনে চলাচল করার জন্য লাগে বিশেষ করে সংসার চালাতে বা স্টুডেন্ট হলে পকেট মানি চালাতে।
আমি যেই স্ট্রাটেজি এর কথা এই স্ট্রাটেজিতে বিটকয়েন ইনভেস্টমেন্টটা অবশ্যই 2 বা 4 বছরের জন্য না এখানে ৮-১০ বছর বা ১২ বছরের স্ট্রাটেজি নিতে হবে। আর অবশ্যই যদি আমরা বিটকয়েন এর চার্ট এনালাইসিস করি তাহলে একটা আইডিয়া পাবো বিটকয়েনে প্রতি চার বছর পর পর যেমন করে বিটকয়েন হালবিং হয় বা তারপর বুল সিজন আসে ঠিক তেমনি একটা নিয়মে একটা নির্দিষ্ট টাইম পর পর বেয়ার সিজনও আসে দেখতে গেলে এখানেও চার বছরের গ্যাপ থাকে তো সেই হিসেব করলে 2026 অথবা 2027 সাল এ বেয়ার সিজন আসতে পারে এবং তখন আপনি আপনার ক্রিপ্টোকারেন্সিতে হোল্ডিং করা স্টেবল কয়েন ইনভেস্টমেন্ট করতে পারবেন।
অবশ্যই মনে রাখবেন আমরা বেশিরভাগ সময় স্ট্র্যাটেজি নিতে ভুল করি যা আমাদের পূর্ব থেকে নিতে হয় এবং স্ট্রাটেজি না রাখলে দেখা যায় যখন ইনভেস্টমেন্ট করার সময় তখন ইচ্ছা থাকলেও ইনভেস্টমেন্ট করার মত ফান্ড থাকে না।
আরেকটা কথা যখন বিটকয়েন উপরের দিকে আসে তখন আমরা সবাই এটাকে কেনার জন্য পাগল হই এবং যখন এটা আবার নিচের দিকে নামে তখন এটাকে কেনা তো দূরের কথা সেল দিয়ে দিতে পারলেই বাঁচি। এমনটা করা মানেই আপনি ফুড এ আক্রান্ত ।