সত্যি বলতে আমিও এখানে একাউন্ট খোলার সময় এই বিষয়ের উপরে বিভ্রান্তিতে পড়েছিলাম.আমি বারবার প্রথমটিতে ২৬ এবং দ্বিতীয়টিতে ২২ দিয়ে একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমার একাউন্ট রেজিস্টার হচ্ছিল না. পরে আমি একটু ভেবেচিন্তে শেষের (I) কে 1 হিসেবে ধরে উত্তর বসিয়ে একাউন্ট রেজিস্টার করি, সে সময় আমার একাউন্ট সফলভাবে রেজিস্টার হয়েছিল. এটি সত্যিই একজন নতুন কে কনফিউজ করার মত একটি বিষয়.
আপনার এই টপিকের মাধ্যমে নতুনদের মধ্যে এই কনফিউশনটি থাকবে না. এটি সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে নতুনদের জন্য. ধন্যবাদ JISAN ভাইকে.