Sidra Chain বর্তমান সময়ে টপ হট মাইনিং। এটাতে জয়েন করে KYC কমপ্লিট করে প্রতি সপ্তাহে টাকা উত্তোলন করুন। এটা এখনকার সময়ের অনেক জনপ্রিয় এবং বিশ্বস্ত প্রজেক্ট। সবাই এখান থেকে নগত টাকা তুলে নিতে পারছে। প্রতিদিন ২ টা করে টোকেন মাইনিং করা যায় এখান থেকে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ টাকা। যা প্রতি সপ্তাহে তোলা যায়। প্রতিদিন মাইনিং করলে প্রতি সপ্তাহে প্রায় ৪২০ টাকা নগদ পকেটে নেয়া যায়। তাই সকলে এটাতে জয়েন করে কাজ করতে পারেন। এয়ারড্রপ লিংক :- https://t.me/c/2009313143/175
sidra Chain এর কয়েন আমি একজনের কাছে বিক্রি করি সে আমাকে ২০ সেন্ট করে দাম দেন । আমি অনেকগুলো বিক্রি করেছি এবংকি আমার কিছু ফ্রেন্ডের কয়েনও বিক্রি করে দিয়েছি। আপনার কাছে কোনো বায়ার আছে যে এর তেকেও বেশি দামে এই কয়েন কেনেন ?
এটা এখানে শেয়ার করে ভালো করেছেন কারন এটা এখন p2p বিক্রি করা যাচ্ছে তাই এখান থেকে নগদ টাকা পাওয়া যচ্ছে । আমি আমার সবগুলো কয়েন বিক্রি করেছি তবে এখন থেকে যেগুলো মাইন হবে সেগুলো হোল্ড করবো কারন যে কয়েন লিস্ট সবার আগেই বিক্রি করা যাচ্ছে ২০ সেন্ট ও তার থেকেও বেশি দামে তাই এটা লিস্ট হলে আরো অনেক বেশি দাম পাওয়া যাবে। আর এটা কিছুদিন আগ্র নাকি ৫০ সেন্ট করেও ক্রয় বিক্রয় হইছে। তাই লিস্ট হবার পর এর দাম অনেক ভালো আশা করা যায়।
আপনি ঠিকই বলেছেন আমিও মনে করি যেহেতু লিস্টেড হওয়ার আগেই এটার বেচাকেনা আরম্ভ হয়ে গেছে এবং প্রচুর লেনদেন দেখা যাচ্ছে। সেতু listing পর্যন্ত অপেক্ষা করলে ভালো মূল্য পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। আমি বাইরের এক বায়ারের সঙ্গে লেনদেন করি, তার কাছে দাম লোকাল বায়ের থেকে একটু বেশি।
আপনি যদি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কখনো ২৩ সেন্ট কখনো ২৪ সেন্ট এ বিক্রি করছি। আবার চাইলে হোল্ড করতে পারেন।