আপনি যে বিষয়টি এইখানে উপস্থাপন করেছেন তা ইতিমদ্ধেই এই বিষয়টির ওপরে এর আগে একটি টপিক খোলা হয়েছে। এটি অনেক ভালো হতো আপনি যদি আপনার মতামতটি এর আগের টপিক এ গিয়ে তুলে ধরতেন। যা ইতিমধ্যেই AirtelBuzz আপনাকে সেই টপিক এর লিংক দিয়েছে। যাই হোক এটি কোন সমস্যা নয়, তবে একই বিষয়ের ওপর অনেক গুলো টপিক খোলা থাকলে সেগুলো একপ্রকার বিশৃঙ্খলার মত দেখায়। যাইহোক আপনি যদি এরপর অন্য কোন টপিক খুলতে চান তাহলে দয়া করে একবার দেখে নিবেন যে, আপনার আগে একই বিষয় নিয়ে অন্য কেউ টপিক খুলেছে কিনা। যদি খুলে থাকে তাহলে আপনি আপনার মতামতটুকু সেই টপিকে গিয়েই উপস্থাপন করতে পারেন।