আমরা নতুন এক স্বাধীনতা অর্জন করেছি. এক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার থেকে আমরা মুক্তি পেয়েছি. তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব তুলে নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান. তিনি কিছুদিন দেশ পরিচালনা করবেন এবং দেশের সবকিছু স্বাভাবিক পর্যায়ে আনবেন, তারপর একটি সুষ্ঠ নির্বাচনের মাদ্ধমে একজন যোগ্য সরকার নির্বাচন করা হবে. এবং তারপরে দেশ সুন্দর ভাবে পরিচালনার দিকে অগ্রসর হবে. ভাই এই বার আমাদেরকে একজন যোগ্য সরকার নির্বাচন করতে হবে, আবোল তাবোল কাউকে ভোট দেয়া যাবে না. অবস্যই তাকেই বেছে নিতে হবে যে আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে।