অনেক ধন্যবাদ আপনাকে এক্স এম্পায়ার এর উপর এই রকম একটা পোস্ট করার জন্য। আমরা যারা টেলিগ্রাম মাইনিং মিনি এপ এ কাজ করছি তারা যে যে এক্স এম্পায়ার এ কাজ করছি, আমি মনে করি আমরা আপনার মত অনেক বেশি হতাশ হয়ে গেলাম। কেননা আমরা অনেকেই একের পর এক টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর প্রোজেক্ট যেমন Hamester, Catizen, Cat, Rocky rabbit এই রকম সব প্রোজেক্টে কাজ করে খুব বেশি হতাশ হয়ে গেলাম। তবে টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলর দিকে তাকিয়ে আছি, যেমন Major, Blum, এবং Yescoin আমি বিশ্বাস করি এই প্রজেক্ট গুলো আমাদের হতাশ করবে না।