আমি এখানে জয়েন করেছি ৯ অক্টোবর। পরে আমি এডমিনের সাহায্যে অ্যাকাউন্টটি Teleported করেছি। এখানে আমার এখন প্রশ্ন হচ্ছে আমি Full Member আছি, এখানে আমার একটিভিটি দেখতে পাচ্ছি ১৪২। এখন আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী রাঙ্ক অর্জন করার জন্য আমার কতগুলো পোস্ট করতে হবে এবং আমার অ্যাক্টিভিটি কত হতে হবে? এবং আমার একাউন্টের বয়স কত হতে হবে? এই বিষয়টা সম্পর্কে আমারে ক্লিয়ার একটা ধারণা দিবেন অভিজ্ঞ ব্যক্তিরা।
যদি আমি পূর্বে দেখতে পেয়েছি ফোরাম রেংক ওখানে ফুল মেম্বারের জন্য ১৩৬ রিকোয়ারমেন্ট পোস্ট লাগবে। টেলিপোর্ট করার পর আমার এখন 142 Activity আছে, আমি ৮ টা পোষ্টের মতো করেছি এখানে টেলিপোর্ট করার জন্য দুইটা পোস্ট আছে। তাহলে কি আমার পরবর্তী রাঙ্ক এর জন্য ১৩৬ থেকেই পোস্ট শুরু হবে নাকি আমার প্রথম থেকে সব পোস্ট কাউন্ট হবে?