আমদের বাংলাদেশের মানুষদের স্বভাব এ দোষ সবার খাওয়ায় ধান্দা আর যার খওয়ার সামনে কোনো বাধা পড়ে সে তাকেই সত্রু মনে করে। আমরা দেশ ২য় বড় স্বাধীন করার পর ভাবছি দেশ ভালো হবে আমরা স্বাধীনতা পাবো আমাদের চলাফেরায় আমাদের কথা বার্তায় বাগ স্বাধীনতা বাংগালী কখনোই পাবে না। যে দলই ক্ষমতায় আসুক তারাই ক্ষমতার অপব্যবহার করবে। দেশের পরিস্থিতি অনেক খারাপ হবে সামনে। আর বিভিন্ন রাজনৈতিক দল যেরকম শুরু করে দিচ্ছে তাতে এই সুযোগ নিয়ে আওয়ামীলীগ আবারো দেশে কিছু করার চেষ্টা করবে। ক্ষমতার নেশা সব দলকেই পাগল করে তুলেছে। দেশ যেমন ছিল তেমনই থাকবে যে দলই আসবে সেই দলই খাওয়া শুরু করবে। মিজানুর রহমান আযহারী হুজুর এই কথা বলছিল দেইখা সেই কথা নিয়া কত কিছু হলো।
আজকে সকালেই ফেইসবুকে একটা পোষ্ট খেয়াল করেছি, একজন লিখেছেন যে বাংলাদেশ হচ্ছে একটা ডাইনিং টেবিল, যে আসে সেই খেতে বসে পড়ে। কথাটা একদম ঠিকই মনে হয়েছে আমার কাছে। আজ অব্দি দেশ যারা শাষন করেছে, সাবাই আসলে শোষন করেছে। জাতীয় পার্টিও এই দেশের ক্ষমতায় ছিলো, এরশাদ কিছু ভালো কাজ করলেও, সে নিজেও একজন সৈর শাসক ছিলো। হাসিনা তো ১৬ বছরে নিজেও একই কাজ করেছে।
বি এনপি যে দুধে ধোয়া তুলশি পাতা না, সেটা তাদের বক্তব্যগুলো দেখলেই বুঝা যায়। কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন? মানুষ এই দলগুলো ছাড়া কিছু বুঝে না। তারাও ক্ষমতার ব্যাবহার করতে চায়। কিন্তু তারা এটা বুঝে না যে ভালো একটা দল একটা দেশ পরিবর্তন করে দিতে পারে। দেশে দুুর্নীতি কমলে আমাদের নিজেদেরই লাভ, এটা মানুষ বুঝে না।