ওহো, এটি সত্যিই খুব ভালো একটি নিউজ যে HOT ইতিমধ্যেই অনেকগুলো কয়েন তারা লক করেছে এবং বার্ন করেছে। তবে এগুলো করেছে কারণ অনেক ইউজার প্রচুর পরিমাণে মাল্টিপল একাউন্ট ব্যবহার করে যাচ্ছে আর সেগুলো তারা নজরদারিতে রেখেছে আর যে একাউন্টগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকে ব্লক করে দিচ্ছে। এবং আমি এটি কয়েকদিন যাবত শুনছি আমার কয়েকজন বন্ধুর একাউন্ট ব্লক করে দিয়েছে এবং তার মাইনিংকে ১০ গুন কমিয়ে দিয়েছে এবং তার ব্যালেন্সে যতগুলো কয়েন রয়েছে সবগুলোকে ফ্রিজ করেছে। আজকে আমি আপনার সোর্সটি দেখে আরো ভালোভাবে শিওর হলাম যে HOT টিম খুব একটিভ ভাবে এগুলোকে নজরদারি করছে তাই আমি নিজেও মনে করছি যে এটি অনেক ভালো একটি প্রজেক্ট হতে চলেছে এবং এখান থেকে একটি ভালো পরিমাণে পেমেন্ট পাওয়া সম্ভব হতে পারে
হট যে পরিমান হাইপ ক্রিয়েট করে ফেলছে আর মানুষ যেভাবে হট মাইন করতেছে, এখন আমার সন্দেহ হচ্ছে যে হট কয়েন আসলেই কোনো প্রফিট দিবে কি না। কারন যেই প্রজেক্ট লম্বা সময় ধরে মাইনিং করতে দিছে এবং এয়ারড্রপ পার্টিসিপেন্ট এর সংখ্যা বেড়েছে, তারাই শেষ অব্দি মুলা ধরায়া দিছে। যদিও হট কয়েন প্রজেক্ট অনেক বেশি ভালো মনে হচ্ছে আমার কাছে। তবে এই যে আমরা প্রতি টোকেন ৫ ডলার ১০ ডলারে স্বপ্ন দেখছি, দিন শেষে এগুলো হয়তো স্বপ্ন হিসেবেই থেকে যাবে।
এখন দেখা যাচ্ছে হট কয়েন ওয়ালেটের সাথে অন্যান্য নতুন প্রজক্ট গুলো কোলাবোরেট করছে। যেমন গ্রা ফান করলো। জানি না কতো দিন মাইনিং পিরিয়ড চলবে আর কি পরিমানে টোকেন জেনারেট হবে। যদি তারা টোটাল সাপ্লাইয়ের ৫০% এর কম এয়ারড্রপ করে, তাইলে পাবলিক মুলা পাবে বলে মনে হয়। তবু চলছে মাইনিং।
কোন প্রজেক্ট কেমন করবে আসলে এটা আগে থেকে বলা খুবই মুশকিল আমি এমনও অনেক এয়ার ড্রপ হান্টার্স দেখেছি এর মধ্যে যারা হাতে মুলা পাওয়ার পরে এখন আর এয়ারড্রপ এ বিশ্বাস করে না বলে এখন আর কোন এয়ার ড্রপ তারা করবে না আমি এই উদ্যোগে কেউ সাধুবাদ জানিয়েছি। কারণ কোন এনালাইসিস ছাড়া অন্ধের মতন সব এয়ার ড্রপ করলে এমনই হবে বিশেষ করে যারা এক্স এম্পিয়ার করেছে। এক্সাম্পিয়ার বলতে গেলে অফিশিয়ালি এখন স্ক্যাম।
যাইহোক এখন আসি হট এর কথায়,
প্রথমত তারা কোন মিম প্রজেক্ট না যে জন্য এটাকে ভরসা করেছি এবং এদের সাপ্লাই অনেক কম আপনি যদি দেখেন এদের সাপ্লাই বর্তমানে মাত্র ১৩৯ মিলিয়ন, আর যারা এটাকে মাইনিং করতেছে তারা আসলে একদিক থেকে বলতে গেলে মূলা ধরিয়ে দেওয়ার আগেই মুলা পাচ্ছে, কারণ এটির মাইনিং রেওয়ার্ড মাত্র 0.005/h দিয়ে স্টার্ট হয় তাও যদি আপনার ওয়ালেটে নেয়ার থাকে আর না থাকলে 0.0025 করে শুরুতে হট পাবেন আর এটি মাইনিং করতে করতে আপনার যে সময় লাগবে আসলে মনে হবে তারা আগেই মুলা ধরিয়ে দিচ্ছে। আর বলতে গেলে এই মূলা ধরিয়ে দেওয়ার কারণে আমার ফ্রেন্ড সার্কেলে কেউই এই এয়ার্ড্রপটি করে না বা করতে আগ্রহী প্রকাশ করে না। তবে যারা ট্রিক খাটাচ্ছে তারা হয়তো একটু বেশি করে পাচ্ছে একটু না অনেক বেশি করে। তবে ইনভেস্ট করতে হবে এই ক্ষেত্রে।
যাই হোক আমি এই প্রজেক্ট এর সাথে বর্তমানে Hamster Kombat এর তুলনা করি তাহলে এটি ০.০১ এর উপরে গিয়ে ছিল 100 বিলিয়ন সাপ্লাই নিয়ে যেখানে তাদের সার্কুলেটিং সাপ্লাই 64.375 বিলিয়ন এখন হট এর দিকে যদি তাকাই তাহলে এর টোটাল সাপ্লাই মাত্র ১৩৯.৯ মিলিয়ন এখন লক্ষ্য করলে দেখা যাবে হট এর চেয়ে 460.12 গুণ সার্কুলেটিং সাপ্লাই নিয়ে Hamster Kombat একটি মিম কয়েন যদি ০.০১ পর্যন্ত যেতে পারে তাহলে হট যেটি একটি ওয়ালেট তাদের কয়েন মিনিমাম ৩/৪ ডলার তো আশা করা যেতেই পারে ? তো এখানে তাদের বর্তমানে টোটাল সাপ্লাই কে ধরেছে যদিও এটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বাড়লেও এটা বিলিয়নে তো আর যাবে না। আর অলরেডি তারা পাঁচ মিলিয়ন এর উপরে হট বার্ন করেছে এবং তিন লাখের উপরে লক করেছে।
এত কিছুর পরেও দেখি এখন এটা মূলা ধরিয়ে দেয় কিনা,
