আজকে ৯৮ কে চলতেছে, আপনার কি মনে হয় আগামী কয়েকদিনের ভিতর ১০০ কে ATH অতিক্রম করতে পারবে? বিটিসি যখনই প্রায় ১০০ ছুঁইছুঁই এ যাচ্ছে তখনই ধরে বেধে নিচে নামতেছে, জাস্ট ৩৫০$ এর জন্য ১০০ কে স্পর্শ করতে পারলো না। আপনার শেষ স্টেটমেন্টের সাথে আমি একমত, আমারো লাগতেছে এবার বিটকয়েনের দাম ১১৫-২০ এর আশেপাশে যাবে। দেখা যাক কি হয়!
আসলে আমি একজন চুনোপুটি মানুষ অন্য থেকে বড় বড় এনালিস্ট দের প্রেডিকশন বা অ্যানালাইসিস কে ভুল প্রমান করে দিচ্ছে বারবার বিটকয়েন সো আমার পক্ষে কখনোই গ্যারান্টি দিয়ে বলা পসিবল না যে বিটকয়েন কয় দিনের মধ্যে 100k কে কে অতিক্রম করবে এবং আরেকটা নতুন অলটাইম হাই প্রাইস সৃষ্টি করবে।
তবে মার্কেটের যে অবস্থা আমার মনে হচ্ছে বিটকয়েন ডিসেম্বর মাসে এই কাজটা করে ফেলতে পারে, তবে আমি দেখেছি বা আমার নিজেরও একটা অনুমান ছিল যে বিটকয়েন ১০০কে এর আশেপাশে এসে বড় ধরনের একটা ডাম্প করবে মার্কেট কারেকশন করার জন্য তবে মার্কেট কারেকশন করেছে কিন্তু খুব বেশি ডাম্প করেনি।
আবার এদিক দিয়ে বিটকয়েন যখন ১০০কে এর কাছাকাছি যাচ্ছে বারবার এরকম হচ্ছে কিন্তু 100কে কে টাচ করতে পারছে না হতে পারে প্যানিক সেলারদের জন্য অথবা যাদের টার্গেট ছিল তাদের প্রফিট বুকিং এর জন্য।
আমার নিজেরাই টার্গেট ছিল ১০০কে তে সেল দেওয়ার তবে মার্কেটের সিচুয়েশন এবং বিটকয়েনের মার্কেট ক্যাপ এর বৃদ্ধির হার দেখে আবার অর্ডারকে ক্যান্সেল করে দিয়েছিলাম এখন দেখা যাক কোন পর্যন্ত উঠতে পারে।