হ্যাঁ আমিও এটাই বোঝাতে চাচ্ছি বিটকয়েন অল্প সময়েই অনেক বেশি দাম বেড়ে গেছে। সেটি হয়েছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়লাভ করার কারণে ক্রিপ্টো মার্কেটে যে হাইপ তৈরি হয়েছে সেটির কারণে। বিটকয়েনের দাম ১ লাখ ডলারে হিট করবে ইটি আশা করিনি তবে এটি ঘটতে পারে। কিন্তু বিটকয়েনের কারেকশনের পর এটি ৭০-৭৫ হাজার ডলারে কিছুদিন স্ট্যাবল থাকবে এবং তারপরে আল্টকয়েন এর bull Run দেখা যাবে।
এই হাইপ এর মধ্যে থেকে অনেকে ভালো প্রফিট করতেছে ফিউচার ট্রেডিং এর মাধ্যমে আবার অনেকে লিকিউডিসন করে ফেলেছে তাদের ব্যালেন্স। এখন এই মার্কেটে ট্রেডিং করা আর জুয়া খেলা সমান রিস্কি হয়ে উঠেছে।
বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে অনুযায় altcoin গুলোর দাম বৃদ্ধি পাচ্ছে না।আমি ইথারিয়াম এবং bnb দাম বৃদ্ধি পাওয়ার জন্য অপেক্ষা করছি।জানিনা ইথারিয়াম এবং bnb bull Run কতদিন পরে শুরু হবে।আমি মনে করি ইথারিয়াম এবং bnb যখন bnb bull Run খুব শীঘ্রই দেখতে পাবো।হ্যাঁ আপনার কথায় যুক্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়লাভ করার কারণে ক্রিপ্টো বাজার অনেকটাই ভালো অবস্থানে রয়েছে এখন।আমি আজকে bnb নিয়ে spot trade করে ভালো মুনাফা পেয়েছি এই সময় যদি মার্কেটের দিকে নজর রেখে trade করা যায় ভালো মুনাফা পাওয়ার বড় সুযোগ রয়েছে।
আপনি সঠিক বলেছেন বিটকয়েন এর মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে আল্ট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন এর মূল্য ৯৩ হাজার ডলার অতিক্রম করেছে কিন্তু সেই হারে বিএনবি বা অন্য আল্ট কয়েন এর মূল্য বৃদ্ধি পায়নি। দুই একটা মিমি কয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে যেমন পেঁপে কয়েন এর মূল্য প্রায় ৬০% বৃদ্ধি পেয়েছে আজকে।
আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে বিটকয়েনের মূল্যস স্টাবল হবে আর বিটকয়েনের মূল্য স্টাবল হলে আর কয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু হবে। এবং বিটকয়েন প্রায় 40% এর মতন বৃদ্ধি পেলেও আল্ট এর মূল্য বৃদ্ধি পাওয়া শুরু হলে কোন কোন কয়েনের মূল্য ২০০% থেকে ৩০০% বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।