ভাই মার্কেট থেকে এখন আর ভালো কিছু আশা করিয়েন না। ধীরে ধীরে দেখবেন পুরো মার্কেট শুধু কমবে। তাই পুরোপুরি বেয়ার সিজন শুরু হওয়ার আগে আপনাদের বিটকয়েন গুলো বা যদি অন্য কোন কয়েন থাকে সেগুলো কি বিক্রি করে স্টেবল কয়েন হোল্ড করা ভালো। যদিও আপনাদের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত আপনাদের তবে আমি মার্কেটের কোন ভালো পিক খুঁজে পাচ্ছি না তাই আমি আমার মতামত জানালাম।
ভাই এই কাজটি যদি আমি করি তাহলে আমার মধ্যে আর প্যানিক সেলারদের মধ্যে আর কোন পার্থক্য থাকবে না। প্যানিকনেস যে আমার মধ্যে একটুও নেই এটা আমি বলছি না।
তবে আমি অন্তত লসে আমার ফান্ডগুলোকে সেল করতে পারবো না সেটা হোক পরের সিজন পর্যন্ত ওয়েট করে। বিষয়টা অনেকটা আমি এমনভাবে নিব আমরা তো ব্যাংকে আমাদের টাকা বছরের পর বছর ফেলে রাখি ফিক্স ডিপোজিট হিসেবে আমি না হয় বিটকয়েনে রাখলাম।
তারপরও এখনো আমি মার্কেট থেকে আশা ছেড়ে দেবো না। এটা কে আমার ঘাড় তেরামো আমি বলতে পারেন।
USDT এর নামে অনেক বছর আগে থেকেই বিভিন্ন রকম এলিগেন তোলা হচ্ছে তবে প্রতিবারই তারা আদালত থেকে নিজেদের সঠিক প্রমাণ করতে সক্ষম হচ্ছে তাই যে কোম্পানি এত ঝড়ের পরও মার্কেটে স্ট্যাবল কয়েন হিসেবে এক নাম্বার পজিশন দখল করে আছে তাই এটি হোল্ড করা খুব বেশি রিস্কি হবে বলে মনে হয় না। আর যদি রিস্ক মনে করেন সে ক্ষেত্রে USDC ও পুরোপুরি নির্ভরযোগ্য নয়। যদি আপনি ক্রিপ্টোতে টাকা রাখতে চান সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতেই হবে
দুঃখের কথা কি আর ভাই বলব আমি ছিলাম স্টুডেন্ট মানুষ এবং বাপের আয়কর রিটার্ন দিয়ে ব্যাংকে একাউন্ট খুলেছিলাম এখন ইনকাম বেড়েছে সেই হিসেবে ব্যাংক দিয়ে টাকা লেনদেনের পরিমাণও বেড়েছিল. ব্যাংক থেকে আমাকে ইমেইলে নোটিশ পাঠিয়েছে আমার ডকুমেন্ট দেখানোর জন্য আয়ের সোর্স হিসেবে দেখার জন্য যে আমার পূর্বের দেওয়া সোর্স এর সাথে বর্তমানের টাকার পরিমান মিলছে না।
এখন আবার সবকিছু ছেড়ে USDT করে রাখতে চাইলাম ইউরোপ দিল এটাকে ব্যান করে। আর আপনি বলতেছেন রিস্ক তো নিতেই হবে, এখন বলেন ভাই আমি কোন পথে যাব।