বিটকয়েন 15 বছর পূরণ হয়ে 16 বছরে পা দিলো তবুও এখনো বিটকয়েনের ক্রিয়েটর সাতোশি নামক ব্যক্তি বা গ্রুপকে সনাক্ত করা গেলো না এতে প্রমাণ হয় বিটকয়েন যারা বানিয়েছিল তারা কতটা জ্ঞানী আর বিটকয়েন কতটা সুরক্ষিত।
কিন্তু আমরা যারা বিটকয়েন ব্যাবহারকারী, আমাদের আইডেন্টিটি কতোটা সুরক্ষিত? আমরা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ এ কেওয়াইসি করে, ইটিএফ মার্কেটে ইনভেষ্ট করে, বিটকয়েন কে দিন দিন সেন্ট্রালাইজড বানিয়ে ফেলছি। আর আমাদের এনোনিমিটি এখন আর নেই বললেই চলে। আমরা যারা বাইনান্সের মতো সেন্ট্রালাইজড সার্ভিস গুলো ব্যাবহার করি, আমরা সবাই নিজেদের ব্যাক্তিগত তথ্য তাদের হাতে দিয়ে আমরা ক্রিপ্টো ইউজ করছি।
সরকার যেকোনো সময় চাইলে বাইনান্স এর মতো প্ল্যাটফর্মের সাথে কোলাব করে আমাদের তথ্য গুলো কালেক্ট করে মাঠে নেমে যেতে পারে। মানুষ বলে না, যে সরকার কিছুই করতে পারবে না? সরকার চাইলেই পারে। কিন্তু করে না। এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, এখনো আমরা বিটকয়েনের সঠিক ব্যাবহার জানি না।
শুভ জন্মদিন বিটকয়েন।