আমরা লক্ষ্য করছি বিটকয়েনের মূল্য ১ লক্ষ ডলারের কাছাকাছি যাচ্ছে আবার ফিরে আসছে। আমরা দেখছি কয়েকদিন আগে বিটকয়েনের মূল্য ৯৯ হাজার ডলার টাচ করে আবার ফিরে এসেছে। তারপর আবার ৯০ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছিল। আজ আবার দেখছি বিটকয়েনের মূল্য ভালোই আপ হয়েছে, এখন বিটকয়েনের মূল্য প্রায় $৯৮০০০, আবার কি এখান থেকে নেমে যাবে নাকি এবারেই এক লক্ষ ডলারে টাচ করবে?
আপনাদের মূল্যবান মতামত দিন।
99588$ পর্যন্ত বিটকয়েনের দাম উঠেছিল। আর মাত্র 412$ এর জন্য বিটকয়েনের দাম 100k তে টাচ করতে পারেনি। বিটকয়েনের দাম 100k তে পৌঁছাবে এবং সেটি ২০২৪ সালের মধ্যেই ঘটবে। এখন বিটকয়েনের দাম 97k তে রয়েছে আর 100k তে যাওয়ার আগে মার্কেটে দীর্ঘ সময় হাইপ ধরে রাখার জন্য ইজিলি 100k টাচ করতে পারলেও এখনো সেই দামে হিট করেনি। তবে যতদিন বিটকয়েনের দাম 100k তে হিট না করবে, ততদিন মার্কেট ভালো থাকবে 100k তে হিট করার পর বিটকয়েনের বড় ধরনের কারেকশন হবে তখন মার্কেটে অনেক বড় ধরনের ক্র্যাশ হতে দেখা যাবে। আর যদি দ্রুত এমনটি ঘটে তাহলে অল্ট-কয়েনের অবস্থা খারাপ হয়ে যাবে।
ভাই আপনার কথার সাথে মার্কেটের অবস্থা মিলে গেল। এই জন্য আপনাকে অনেক পছন্দ করি ভাই। আপনারে এনালাইসিস অত্যন্ত ইফেক্টিভ যা বারবার আমরা প্রমাণ পেয়েছি। আপনি যে কথা বলেছেন ২৪ সালের ডিসেম্বর মাসে সেই কথা আজ বাস্তবতার সাথে মিলে গেছে। আমরা লক্ষ্য করেছি বিটকয়েনের মূল্য এক লক্ষ ডলার অতিক্রম করার পর বড় ধরনের কারেকশন সংঘটিত হয়েছে। বিটকয়েনের মূল্য কমে ৭৭ হাজার ডলারে নেমে এসেছিল। এখন অবশ্য ধীরে ধীরে সেটা রিকভার করছে। এখন বর্তমানে বিটকয়েনের মূল্য ৮৭ হাজার ডলার প্লাস, তবে আমি মনে করি যেকোনো সময় আরো বড় ধরনের দর পতন ঘটতে পারে বিটকয়েন।