আমি পার্সোনালি মনে করি নতুন ATH বা কাছাকাছি যাবার আগে আবারো সবাইকে আরেকটা বাঁশ দিয়ে চলে যাবে। অনেকজনের সাথে এবিষয়ে আমি কথা বলছি, সবাইই বলতেছে ট্রাপ এগুলো। সাময়িকভাবে জাস্ট মার্কেট ম্যানুপুলেট করা হচ্ছে। ৪০কে তে মনে হয়না যাবে। এতো নিচে গেলে আমরা আপনারা যারাই মার্কেটের সাথে ইনভল্ভ আছেন তারা সবাই বড়সড় মারা খাবেন। একটা জিনিস আমি বুঝতেছিনা, কিসের ভিত্তিতে লাস্ট প্রাইস পাম্প ঘটলো। কোনো পজিটিভ নিউজ নোটিস করলাম না, উল্টা ট্রেড ওয়ার ওর মতো সিরিয়াস মারামারি চলতেছে আমেরিকা আর চায়নার মাঝে। তাহলে এরই মধ্যে রিসেন্ট প্রাইস হাইকে মোটিভেট করলো কোন কারণ টা!
আমি কিছুদিন ধরে মারাত্মক লেভেলের বিজি থাকায় নিউজগুলো ফলো করা হয়নাই।
ভাই আমি যখন নতুন ছিলাম মানে নতুন নতুন যখন বুল সিজন দেখি তখন ঠিক আপনার মতন আমারও মনে হয়েছিল যে বিটকয়েন আর ৩০ হাজারের নিচে যাবে না যেবার ৬৯কে অলটাইম হাই প্রাইস তৈরি করল।
কিন্তু আসলে মার্কেট গিয়েছিল আমি একটা এনালাইসিস করেছিলাম যে মার্কেট সর্বোচ্চ এরাউন্ড ৭৫পার্সেন্ট পর্যন্ত ডাম্প করে বিয়ার মার্কেটে অল টাইম হাই প্রাইস থেকে. এক্ষেত্রে আমরা এখনো এই সিজনের অলটাইম হাই প্রাইস এখনো একজ্যাক্টলি কোনটা হবে জানিনা, আর যদি ১০৯কে কে অলটাইম হাই প্রাইস ধরে রাখি যদি ৭০ পার্সেন্টও ডাম্প করে তাহলে অবশ্যই ৪০কে এর নিচে নামবে আমার ধারনা মতে বাকিটা মার্কেট বলে দিবে।
আর বর্তমানে আশা করতেছি যে নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার জন্যই এই রিকভারি টা হচ্ছে যা আমরা পূর্বে দেখেছি সেটা ছিল বিয়ার ট্র্যাপ যেখানে মানুষ প্যানিক হয়ে সেল করেছে।
এখনো যে মার্কেট প্যানিকে নাই এটা বলবো না এখন আরো বেশি পানিক তৈরি করতেছে কারণ আমাদের মধ্যে এখন বেশি সন্দেহ তৈরি হচ্ছে যে আসলেও কি মার্কেট উপরের দিকে উঠবে কিনা কারণ কয়েকদিন যাবত শুধুমাত্র 94কে এবং 93কে এর আশেপাশে ঘোরাঘুরি করছে। আর মার্কেটে যত পেনিক সিচুয়েশন তৈরি হবে মনে করবেন তার উল্টোটি ঘটবে।