ন্যাশনাল আইডি কাডের হিসাবটা নাহয় বুঝলাম, সার্ভার বারবার হ্যাক হইছে, ডাটাবেজ লিক হইছে ইত্যাদি কিন্তু লিস্টে বাকি যে যে সার্ভিসগুলোর কথা বলা হয়েছে সেগুলোরে কি বলবেন? বাংলাদেশের সকল দাপ্তরিক কাজে ব্যবহৃত সার্ভারগুলো তুলনামূলক দুর্বল বা আউটডেটেড আমরা সবাই জানি, কিন্তু সিম কোম্পানিগুলোর, বিকাশ, নগদের তো এমনটা হবার কথা না। লাস্ট ৩ মাসের কললগ, আইএমইআই থেকে লোকেশন ট্রাক, বিকাশ নগদের ফুল ইনফরমেশন এগুলো বের করা তো চাট্টিখানা বিষয় না। এগুলো অনেক বড় মাপের কারোর কাজ, যার হাত প্রশাসন থেকে সব প্রান্তে আছে। জাস্ট IMEI দিয়ে লোকেশন বের করা যাবে, বা কললগ বের করা যাবে তাও আবার লাস্ট ৩ মাসের, আপনার কি মনে হয়? ভয়ানক সহজ ভাষায় বল্লে
সর্ষের ভিতর ভূত, বিষয়টা কি আপনি ভুলে গিয়েছেন নাকি?
আমি বলব এইসব বিষয়ে অথেনটিকেশন ব্যবস্থা মনে হয় একদম সহজ করে দেওয়া হয়েছে আর এই ধরনের পার্টি গুলা সেটার সুযোগ নিচ্ছে।
ধরেন আপনার বড় ভাই এমন কোন পদে রয়েছে যেখানে সে ডিভাইস ট্রাকিং থেকে শুরু করে মানুষের কল লগ দেখতে পায় এখন আপনি আপনার সেই ভাইয়ের সাথে চুক্তি করে, আলাদা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল খুলে সেই ডাটা গুলো আবার বিক্রি করা শুরু করলেন, ইজি পিজি, তাইনা ?
আমার কাছে এ ছাড়া ভিন্ন কিছু মনে হয় না।