সাতোশি নাকামোতো কি বিটকয়েনের আসল স্রষ্টা ছিলেন না? নতুন তত্ত্ব অনুসারে এটি ছিলেন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসি,,
একটি নতুন তত্ত্ব থেকে জানা যায় যে টুইটার এবং স্কয়ারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি হলেন বিটকয়েনের অজ্ঞাত স্রষ্টা সাতোশি নাকামোটো। ডিব্যাঙ্কডের প্রধান সম্পাদক শন মারে, ক্রিপ্টোগ্রাফিতে ডরসির অতীত আগ্রহ, বিটকয়েনের সময়রেখা এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং সাতোশির অন্তর্ধানের সাথে সংযুক্ত একাধিক কাকতালীয় ঘটনা উপস্থাপন করেছেন।
কিছু বিশেষজ্ঞ এই দাবিগুলিকে চ্যালেঞ্জ জানালেও, ডরসির রহস্যময় মন্তব্য এবং ব্যাখ্যাতীত সংযোগ রহস্যকে জীবন্ত রাখে।
একচুয়ালি আপনার পোস্ট টি দেখার পর আমি এই বিষয়ে একটু এক্সপ্লোর করে দেখলাম এবং যা বুঝতে পারলাম জ্যাক ডরসি কে অনলাইনে কয়েক বছর আগে থেকেই অনেকে বিটকয়েন এর প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো হিসেবে বিবেচনা করে আসছে এবং এর বিষয়টি বর্তমানে আরো বেশি ভাইরাল হয়েছে।
এখন মূল কথা এই সম্পূর্ণ বিষয়টা শুধুমাত্র একটা থিওরি এটা কোন ফ্যাক্ট না থিওরি ভুল হতে পারে সত্যিও হতে পারে।
এখানে কয়েকটি বিষয়কে পয়েন্ট আউট করা হয়েছে
-বিটকয়েনের ফার্স্ট ট্রানজেকশন তার মায়ের জন্মদিনের দিন হয়েছে।
- এবং লাস্ট ব্লক জ্যাক ডরসি বাবার জন্মদিন এর দিন মাইন্ড করা হয়েছে ।
- বিটকয়েনটকে আমরা যে সাতোশি নামের একটা একাউন্ট দেখি সেটা জ্যাক ডরসি এর জন্মদিনের দিন রেজিস্টার হয়েছে।
কয়েকটা থিওরি ছাড়াও আরো কয়েকটা থিওরি রয়েছে তবে আমার এগুলোকে এগুলোর উপর ভিত্তি করে মেনে নেওয়া আসলে হজম হচ্ছে না তাছাড়া জ্যাক ডরসি অনেক বার অস্বীকার করেছে যে সে সাতোশি নাকামোতো না, এটাও একটা সন্দেহের সৃষ্টি করে।
তবে আল্টিমেটলি আমি যেটা মনে করি সাতোশি নাকামোতো এই নামটি দেওয়া হয়েছে শুধুমাত্র প্রাইভেসি এর কারণে প্রতিষ্ঠাতা যদি নিজের আইডেন্টিটি প্রকাশ করার ইচ্ছা থাকতো সে তাহলে শুরুতেই প্রকাশ করে দিত আর আমাদের উচিত হবে প্রাইভেসিকে সম্মান দিয়ে বিষয়টাকে আজীবন একটা মিস্ট্রি হিসেবে একসেপ্ট করা।