আসলে বর্তমানে অর্থনীতির খুব জগাখিচুড়ি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি সহ শেয়ার বাজার এবং স্বর্ণের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞরা স্বর্ণের দাম অনাকাঙ্খিতভাবে পড়ে যেতে পারে বলে ধারণা করছে।
খারাপ বলেননি কারণ ডোনাল্ড ট্রাম্প এর অস্বাভাবিক ট্যাক্স ঘোষণার জন্য বর্তমানে পুরো বিশ্বের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে।
তবে সে 90 দিনের জন্য চীন বাদে সকল দেশের জন্য নতুন ট্যাক্স নীতি স্থগিত করেছে এবং এর ফলে স্টক মার্কেটে অলরেডি কয়েক ট্রিলিয়ন ডলার এড হয়েছে যা লিকুইরিটি খেয়ে গিয়েছিল। সো আপাতত তিন মাস আমার মনে হয় না আমরা খারাপ কোন কিছু দেখতে পাবো।
আর এমনও হতে পারে এই তিন মাসের মধ্যে পাগলা ট্রাম্প এর প্রশাসন এনালাইসিস করে বুঝতে পারবে সমস্যা তাদেরই বেশি হবে এবং ট্যাক্স কমিয়ে দিবে।
এরই পরিপ্রেক্ষিতে বিটকয়েন আমরা রিকভারি দেখেছি।