decentralized প্ল্যাটফর্ম সেটা তো ভাই আমিও বুঝছি কিন্তু আমি ভেবেছিলাম শুধুমাত্র এটি লোন প্রোভাইড করার প্ল্যাটফর্ম তা এখন দেখছি স্টেকিং পুল, স্টেকিং সকল অপশন রয়েছে।
হয়তোবা এই ক্ষেত্রে তারা লোন এর ইন্টারেস্টের বিষয়টা অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে মানে এভারেজ করে ফেলতেছে।
বুঝলাম আমি আসলে যেই সার্ভিসটা চাইতেছিলাম এটা আসলে সেই সার্ভিস প্রোভাইড করতেছে না।
আমি আমার স্টেবল কয়েন কে সেফ এ রেখে তারপর পরিবর্তীতে ভোলাটাইল কয়েন লোন নিয়ে বিভিন্ন ইভেন্ট হান্ট করতে চেয়েছিলাম। এখন দেখি আসলে এরকম কোন প্লাটফর্ম ভালো রয়েছে।
আপনি ভাইস-ভারসা যা করেন আপনার ইচ্ছা। ধরেন আপনি চাননা আপনার ইথার সেল করতে। সেক্ষেত্রে আপনি ১৫০০$/১ইথার কোলাটরাল রেখে ১০০০$ স্টেবল নিলেন। সেই স্টেবল সেল করে আপনি অন্য অল্টে বিনিয়োগ করলেন। আপনার বিনিয়োগ যদি ৫০% ও প্রফিট হয়, তাহলে বাকি ৫০% পরিশোধ করে ইথার ব্যাক নিতে পারবেন। আপনার ইথারও গেলো না, প্রফিটও থাকলো। আমি হয়তো বুঝাইতে পারি নি। আপনার সরাসরি ইথার সেল করা লাগলো না।
এটা একটা ভল্টের ছবি (ভল্ট ডাটা পাবলিক, যেকেনো ভল্টের ইনফো আপনি দেখতে পারবেন)। এই ভল্টের আইডি ৫৮। এখানে টোটাল ব্যালেন্স হলো ২.৯ লাখের মতো। আর কোলাটরাল রাখা আছে ২ লাখের মতো। আর তিনি টোটাল debt ১.৫ লাখের মতো (মানে এতো টাকা ধার নিছে)। এই টাকা ধার নেয়ার পর তার health আছে ৭২%। তাহলে যে এই ৯০ থেকে ৭২ এর পার্থক্য দেখেছেন এটার মধ্যে আরো লোন নিতে পারবেন তিনি। আর সেটা হলো গ্লোবাল লোন লিমিট, মানে তিনি আরো ১৭ হাজার লোন নিতে পারবেন।
বাট এখানে কাহিনি আছে। যদি নেয় তাহলে health ঠাস করে ৯০ এর কাছাকাছি চলে যাবে। আর মার্কেট যদি ডাম্প খায় তাহলে ৯০+ হয়ে ভল্ট লিকুইডেট হবে।
এখন ধরেন আপনার কাছে কিছু রির্জাভ করা আছে। নিচে দেখেন কোলাটরাল টোকেন লেখা। ইথার বা ডাবলুবিটিসি (নিচে আরো কয়েন আছে), ডিপোজিট করে রাখেন আপনার ইচ্ছা। যত ডিপোজিট করবেন তত % কমে যাবে, রিস্ক কমে যাবে।

(এটা কিন্তু আমার ভল্ট না, লল

)