এখন আমার আর এগুলোর প্রতি কোনো আকর্ষনই নাই। আমি আমার টেলিগ্রাম অ্যাপস ডিলিট করে দিয়েছি। আর নিয়ত করেছি আর এগুলো করবো না যদি আপনার মত বলা লাগে জমিতে কামলা করার কথা সেটাও মনে হয় ভালো বলে আমি মনে করি।
ভাই এইসব ফাও কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে, আমাদের প্রাকটিকাল কাজ ধরা উচিত। পুরোপুরি বাদ না দিলেও জাস্ট সাইড জব হিসেবে করা উচিত। বাউন্টি, এয়ারড্রপ, ইউডিও, টেলিগ্রাম বট এসব থেকে যে মাইক্রো ইনকাম আসতেছে তা নিঃসন্দেহে ভালো, তবে এগুলোকে আমাদের মেইন পেশা বানানো উচিত না। দিন শেষে এগুলোর কোনো ভবিষ্যৎ নেই, আজ আছে কাল নেই।
যদিও আমার সবকাজই ক্রিপ্টো সেক্টরকে কেন্দ্র করে, তবে আমি এর সাইডেও আলাদা একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টায় আছি। হোক সেটা কর্পোরেট জব, নিজস্ব ব্যবসা বা মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং।