Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
প্রথমে আপনাদের কিছু কথা যানা প্রয়োজনপ্রথমে কিছু কথা বলতে চাই আমি এই ফোরামে অনেক দিন থেকে কাজ করছি এবং তা থেকে আমি কী শুবিধা পেয়েছি আপনরা ত অবশ্বই জানতে চাইবেন আমি কী পেয়েছি। আমি এই ফোরাম থেকে কাজ করে অনেক গুলো কয়েন কামিয়েছি এবং তা প্রায়ই ico প্রকল্প থেকে এবং কিছু ডলারও পেয়েছি। আমার মনে হয় আপনারা যদি এই ফোরামে কাজ করেন তাহলে আমার মত আপনার ও তা থেকে ডলার কামাতে পারবেন তা কীভাবে কামাবেন অনেকে হয়তো যানেন না। আমি বলে দিচ্ছি যারা যারা নতুন তারা প্রথমে এই বিটকয়েনের আইডি খুলে পরে তাতে এয়ারড্রব করবেন প্রথনে পরে। তাতে নানা ধরনের বিটকয়েন সম্পরকে অনেক প্রশ্ন রয়েছে তা আপনারা রিপ্লে করবেন এবং পরে দেখনে এতে আপনার পোষ্ট ও বারছে এবং আপনার পয়েন্ট ও বারছে এবং তার পরে কি করবেন তা হলো আপনারা যদি ভাল ভাল পোষ্ট করতে পারেন তাহলে ভাল পয়েন্ট পাবেন। কতগুলো পোষ্ট করলে কি মেম্বর হবেনযদি আপনার 25 টা পোষ্ট করতে পারেন তাহলে জেয়ার মেম্বার হতে পারবেন। এবং 60 টা পোষ্ট করতে পারলে ফোলমেম্বার হতে পারবেন, 120 টি পোষ্ট করতে পারলে তাহলে এসার মেম্বার হতে পারবেন এবং এসার মেম্বার । কিভাবে(+) কামারা পাবেনপ্লাসের কামারা কিভাবে পাবেন এসারমেম্বার হলে আপনারা একটি + এর কামারাও পাবেন। এবং যদি ভাল ভাল পোষ্ট করতে পারেন তাহলে আরো কামারে পেতে পারেন। কিভাবে (-) কামারা পাবেন কি করলে মাইনাসের কামারা পাবেন এই ফোরামে আপনার কিন্তু - মাইনাছের কামারা ও পাবেন যদি পোষ্ট উল্টাপাল্ট হয় তাহলে (-)মাইনাসের কামারা পাবেন। প্রতিটি পোষ্ট কত ওয়ার্ডের করতে হয়আপনার কিন্তু একটা কথা যানা খুব প্রয়োজন তা হলো আপনারা কিন্তু প্রতিটি পোষ্ট করবেন 72 ওয়ার্ডের তাহলে ভাল পয়েন্ট পেতে পারেন এবং কামারাও পেতে পারেন প্লাসের। তাই ভাল ভাল পোনষ্ট করবেন। এই ফোরামে কাজ করতে পারবেন । আমার এই পোষ্ট আপনাদের যদি ভাল লাগে তাহলে আমাকে রিপ্লে করে যানাবেন এবং এথেকে আপনার অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ।
Thank you brother... You are really a great perfect man.... A wide deep knowledge can I get from your post... I am a newcomer in this forum.. I believe that future this forum will achieve a bright position in the cryptocurrency world... So everybody should join this forum and act accordingly to honourly.