আজকে বলবো সফটক্যাপ কি আর হার্ডক্যাপ কি? এই ব্যাপারে আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে তা দুর করার চেষ্টা করবো। যেহেতু আপনি ক্রিপটোকারেন্সি ওয়ার্ল্ড এ এসে পরেছেন অথবা এই ওয়ার্ল্ড এর ব্যাপারে জানার আগ্রহ আছে। তাহলে আপনি আইসিও তে ঘুরে দেখেছেন এবং প্রতিটা আইসিও তে সফটক্যাপ এবং হার্ডক্যাপ এর নাম দেখেছেন।
এখানে যে দুইটা প্রসেস আছে এইটা মুলতো ICO এর একটা ফান্ড রেইজিং গোল। একটা এম অথবা লক্ষ্য বলতে পারেন, যে আমাদের এই পরিমান টাকা সংগ্রহ করতে হবে। যদি মিনিমাম এই পরিমান অর্থ/ফান্ড কালেকশন হয় তাহলে আমরা প্রজেক্ট আরাম্ভ করতে পারবো আর নির্দিষ্ট এই পরিমান কালেকশন হয়ে যাওয়ার পরে আর ফান্ড কালেকশন করবো না। এমন না যে ICO এর মাধ্যমে যতো ইচ্ছা ততো অর্থ শুধু নিয়েই যাবো। এইটার একটা লিমিট থাকে, ম্যাক্সিমাম এই পরিমান অর্থই আমরা নিবো অথবা মিনিমান এই পরিমান অর্থ হলেই প্রজেক্ট আরাম্ভ করতে পারবো।
সফটক্যাপ কি?
সফটক্যাপ হচ্ছে মিনিমাম লিমিট। যেমন বিভিন্ন ICO তে দেখে থাকবেন তাদের সফটক্যাপ দেয়া আছে ২ মিলিয়ন ডলার। এখন সফটক্যাপ এই ২ মিলিয়ন ডলার এর মানে হচ্ছে যদি ICO এর মাধ্যমে ২ মিলিয়ন ফান্ড উঠে তাহলেই তারা প্রজেক্ট আরাম্ভ করতে পারবে। আর যদি কালেকশন না হয় তাহলে প্রজেক্ট আর আগে বাড়াইতে পারবে না।
হার্ডক্যাপ কি?
হার্ডক্যাপ হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। যেমন ICO তে সফটক্যাপ এর পাশেই দেখবেন হার্ডক্যাপ দেয়া থাকে। ধরে নেই ২ মিলিয়ন সফটক্যাপ এর সাথে ২০০ মিলিয়ন হার্ডক্যাপ আছে। এই হার্ডক্যাপ এর মানে হচ্ছে এর চাইতে বেশি তারা কখনই বিক্রি করতে পারবে না। যদি বিক্রি হয়েও যায় লিমিট এর বেশি, তাহলে যতোটুকু বেশি ফান্ড আসবে তা আবার রিফান্ড করে দিতে হবে যারা লিমিট ক্রস এর পরে ইনভেস্ট করেছিলো তাদের কাছে।
তারমানে এই দারালো যে সফটক্যাপ মিনিমাম গোল, আর হার্ডক্যাপ ম্যাক্সিমাম গোল। এইটাই হলো দুইটার ভিতরে বেসিক ডিফারেন্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে ফ্রেন্ডলি জিজ্ঞাসা করবেন।