এখানে অনেকে আছেন ট্রেড করতে চান। কিন্তু সঠিক ভাবে এনালাইসিস করতে পারেন না যে কোন টোকেন পাম্প করবে কোন টোকেন কিনলে লাভবান হবেন। সর্ট টাইম ট্রেড সিগনাল, লং টাইম ট্রেড সিগনাল সব সিগনাল বিনামূল্যে এখানে পাবেন। প্রতিদিন ২-১ টি করে সিগনাল দেওয়া হবে। এখান থেকে সিগনাল দেখে ট্রেড করতে পারেন। আর ট্রেড সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে এখানে পোস্ট করবেন বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে অফ টপিক কিছু পরিবেশ নষ্ট করবেন না দয়া করে। ধন্যবাদ।
ভালো উদ্যোগ। নিয়মিত সিগন্যাল গুলো নিয়ে আলোচনা করলে সবাই উপকৃত হবে। এতে করে যারা ট্রেড এ একদম নতুন বা যারা ট্রেড করেন কিন্তু সঠিক প্রজেক্ট পান না তারা ও উপকৃত হবেন। ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ। +১ কারমা