Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
অফ টপিকআমরা অনেক সময় কাজ করতে বা জীবন চলার পথে চলতে গিয়ে অনেক বাধা প্রাপ্ত হয়ে থাকি আবার এক সময় সেগুলা পেরিয়ে ভালোকিছু করে থাকি আবার অনেকেই ঝরে পরে যায়, আমাদের সবার যেটা করা উচিৎ তা হলো ভালো ও সৎপথে কাজ করে যাওয়া, বুঝেশুনে পরিশ্রম করা, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেরে দিয়ে ভরসা রাখা। কারন সৃষ্টিকর্তার ভালো জানেন তিনি কাকে কি দেবেন আর কাকে কি দেবেন না।মুক্তপেশাজীবীদের সমীপে-সম্মান, নাম, যশ অর্জন করতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। সমাজের জন্য আপনার অবদান থাকলে এক সময় মানুষ আপনাকে সম্মান করবে। এটা দুইচার দিনে পাওয়ার বস্তু না।.আমাদের এমন কাজকে পেশা হিসাবে নেয়া উচিত যার মাধ্যমে মানুষের উপকার হয়। এমন কাজকে পেশা হিসাবে নেয়া উচিত নয় যার মাধ্যমে মানুষের ক্ষতি হয় (ড্রাগ, পর্ণ ইত্যাদি)। যেসব পেশার কথা আমরা মানুষের কাছে বলতে লজ্জা পাই।.প্রথমে নিজের ভীতটাকে শক্ত করেন। এরপর আপনার চারপাশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। একটা সময় বিস্ময়ের সাথে লক্ষ্য করবেন অনেক মানুষ আপনাকে সম্মান করছে।.সম্মান অর্জনের সবচে সহজ এবং পরীক্ষীত পদ্ধতি হলো অন্যকে তার প্রাপ্য সম্মান দেয়া। জ্ঞানীরা বলেন, প্রকৃত ভাল মানুষের জুতা পরিষ্কার করাও সম্মানের কাজ আর মন্দ মানুষদের সর্দার হওয়াও অসম্মানের।.শোন হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।বিঃদ্রঃ আমার যেটা মনে হয় সেটা হলো এই ফরামে সবাই আমরা কাজ করার জন্যে এসেছি, আর আমাদের প্রায় সবার উদ্দেশ্য কিছু কাজ করা এবং তার সাথে কিছু টাকা ইঙ্কাম করা যাতে করে আমাদের দিঙ্গুলা ভালোভাবে পার করতে পারি। আমাদের উচিৎ হবে একে অপরের বিরুদ্ধ্যে না যেয়ে সবাই সবার সাহায্যে এগিয়ে আসা আর সেটা পারলেও এমোন কিছু করা ঠিক না যেটাতে অন্যের ক্ষতি হয়, সবায় ভালো থাকুন আর একে-অন্যের সাহায্যে এগিয়ে আসুন।