Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
https://www.altcoinstalks.com/index.php?topic=111805.0Khubi valo ekta project er free airdrop. Sobai join koren... free 1000 TAUcoin paben
Quote from: Goku01 on April 30, 2019, 11:07:21 AMhttps://www.altcoinstalks.com/index.php?topic=111805.0Khubi valo ekta project er free airdrop. Sobai join koren... free 1000 TAUcoin paben@Goku01 আপনি ফোরামের মোডারেটর। আপনার এরকম পোস্ট দেখতে ভালো দেখায় না। এটা বোকামি হয়েছে। বাঙালি বোর্ডে যদি ভালো বাউন্টি বা এয়ারড্রপ শেয়ার করার প্রয়োজন হয় তাহলে। এটার জন্য একটা আলাদা থ্রেড খুলে পিন করে রাখলে ভালো হবে যাতে সেখানে সবাই ভালো এয়ারড্রপ বা বাউন্টি লিনক শেয়ার করতে পারে। এরকম করে পোস্ট দিলে বাঙলা লোকাল বোর্ড টা ভালো দেখাবে না। আর আপনার পোস্টের ওপর কথা বলার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
Quote from: ALEX FARID on May 01, 2019, 05:14:22 PMQuote from: Goku01 on April 30, 2019, 11:07:21 AMhttps://www.altcoinstalks.com/index.php?topic=111805.0Khubi valo ekta project er free airdrop. Sobai join koren... free 1000 TAUcoin paben@Goku01 আপনি ফোরামের মোডারেটর। আপনার এরকম পোস্ট দেখতে ভালো দেখায় না। এটা বোকামি হয়েছে। বাঙালি বোর্ডে যদি ভালো বাউন্টি বা এয়ারড্রপ শেয়ার করার প্রয়োজন হয় তাহলে। এটার জন্য একটা আলাদা থ্রেড খুলে পিন করে রাখলে ভালো হবে যাতে সেখানে সবাই ভালো এয়ারড্রপ বা বাউন্টি লিনক শেয়ার করতে পারে। এরকম করে পোস্ট দিলে বাঙলা লোকাল বোর্ড টা ভালো দেখাবে না। আর আপনার পোস্টের ওপর কথা বলার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।লোকালে ভাল বাউন্টি বা এয়ারড্রপ সম্পর্কে আলোচনা করা যাবে না এখন কোথাও দেখিনি নিয়ন। আমাদের উচিত ভাল কোন বাউন্টি বা এয়ারড্রপ পাইলে সবাইকে জানানো। কেও জানায় না তাই কোন থ্রেড খোল নাই। কিন্তু যদি সবাই চায় তাহলে খোলা হবে। এখানে আমরা সবাই ইনকাম করতেই আচ্ছি। সো নিয়ম মেনেই আমাদের ইনকাম ও করতে হবে আর সবাইকে সাহায্য করতে পারলে তো আরো ভাল।
Quote from: Goku01 on May 02, 2019, 12:37:46 AMQuote from: ALEX FARID on May 01, 2019, 05:14:22 PMQuote from: Goku01 on April 30, 2019, 11:07:21 AMhttps://www.altcoinstalks.com/index.php?topic=111805.0Khubi valo ekta project er free airdrop. Sobai join koren... free 1000 TAUcoin paben@Goku01 আপনি ফোরামের মোডারেটর। আপনার এরকম পোস্ট দেখতে ভালো দেখায় না। এটা বোকামি হয়েছে। বাঙালি বোর্ডে যদি ভালো বাউন্টি বা এয়ারড্রপ শেয়ার করার প্রয়োজন হয় তাহলে। এটার জন্য একটা আলাদা থ্রেড খুলে পিন করে রাখলে ভালো হবে যাতে সেখানে সবাই ভালো এয়ারড্রপ বা বাউন্টি লিনক শেয়ার করতে পারে। এরকম করে পোস্ট দিলে বাঙলা লোকাল বোর্ড টা ভালো দেখাবে না। আর আপনার পোস্টের ওপর কথা বলার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।লোকালে ভাল বাউন্টি বা এয়ারড্রপ সম্পর্কে আলোচনা করা যাবে না এখন কোথাও দেখিনি নিয়ন। আমাদের উচিত ভাল কোন বাউন্টি বা এয়ারড্রপ পাইলে সবাইকে জানানো। কেও জানায় না তাই কোন থ্রেড খোল নাই। কিন্তু যদি সবাই চায় তাহলে খোলা হবে। এখানে আমরা সবাই ইনকাম করতেই আচ্ছি। সো নিয়ম মেনেই আমাদের ইনকাম ও করতে হবে আর সবাইকে সাহায্য করতে পারলে তো আরো ভাল।আমি এই কথা বলিনাই যে করা যাবে না। করা যাবে কিন্তু আপনি যদি একটা বাউনটি ও এয়ারড্রপ শেয়ার করার জন্য বাংলা বোর্ডে একটা টপিক খুলে পিন করে রাখেন। তাহলে ভালো হয়। সেই একটা টপিকেই সবাই যাইয়া বাউন্টি ও এয়ারড্রপ শেয়ার করতে পাড়বে। এবং সেখান থেকে কাজ ও করতে পাড়বে সবাই। কিন্তু আমরা যদি বার বার আলাদা আলাদা করে টপিক খুলে খুলে বাউন্টি লিনক দেই তাহলে। এখানে ডিস্কাসন জায়গা না বাউন্টি লিনক প্রচারের জায়গা হবে। এটা একটি ভেবে দেখবেন।