Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
2019 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছয় হাজারের নিচে নেমে গিয়েছিল। তখন মনে হয়েছিল বিটকয়েন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম 16 হাজার ডলারের মধ্যে অবস্থান করতে দেখায় আমার অনেক ভালো লেগেছে।
নিউজ টা অনেক পুরনো। তাই নতুন বাজার খেয়াল করুন। বাজারের বর্তমান মূল্য দেখুন।
আমাদের প্রত্যাশা অনুযায়ী বিটকয়েন ইতিমধ্যে প্রায় ২ মাস আগেই ৬০০০ ডলার অতিক্রম করেছে। এটা অবশ্যই ক্রিপ্টোমাকেটের জন্য খুবই ভালো একটা দিক। তবে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে অলটকয়েনগুলোর দাম সাতোষিতে অনেক কমে গেছে। এবার বিটকয়েন যদি স্টাবল হয় তবে অল্টোকয়েনও হিট করবে। যারা বিটকয়েন হোল্ডার আছেন তারা ইতিমধ্যে অনেকেই হোল্ড করে লাভের মুখ দেখেছেন। আমরাও আশাকরি বিটকয়েন দ্রুততম সময়ের মধ্যে আবার অন্তত ১০০০০ ডলার ছাড়িয়ে যাক। আপনাদের মতে ২০১৯ সালের শেষ নাগাদ বিটকয়েনের দাম কেমন হতে পারে বলে আপনার মনে হয়? যুক্তিসহকারে মতামতের আহ্বান জানাচ্ছি।