Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: istiak2277 on December 08, 2019, 07:15:02 PMআমারতো সেরকম মনে হচ্চেনা। দাম শুধু কমতেছেই। বিটকয়েন মার্কেট অস্থির। আমারতো মনে হচ্ছে মার্কেট আরো নিচে নামবে। অনেকেই ক্রিস্টমাস পালনের জন্য তাদের ক্রিপ্টো বিক্রি করে দিতে পারে।দেখা যাক কি হয় আর বেশি দিন বাকি নেই। বাকিটা আল্লাহ ভালো জানেন।কমতে কমতে ভাই যা ছিল তা অলেট এ একবারে ফিনিশ হয়ে রয়েছে। মনেহয়না এই ঘাটতি রিকভারি হবে। তবে ক্রিসমাস দিনের জন্য এক টু অপেক্ষা করি দেখি কি হয়?
আমারতো সেরকম মনে হচ্চেনা। দাম শুধু কমতেছেই। বিটকয়েন মার্কেট অস্থির। আমারতো মনে হচ্ছে মার্কেট আরো নিচে নামবে। অনেকেই ক্রিস্টমাস পালনের জন্য তাদের ক্রিপ্টো বিক্রি করে দিতে পারে।দেখা যাক কি হয় আর বেশি দিন বাকি নেই। বাকিটা আল্লাহ ভালো জানেন।
তা হয়তো ভাল কিন্তু কিছু কিছু টোকেন কিনে যা লস খাইছি তা কেমনে সামাল দেব ভাই। MB8 coin হোল্ড করে মাথায় বাশেঁর বারি। কবে যে দাম বাড়বে।
Quote from: Coin63@ on December 09, 2019, 05:57:12 PMQuote from: istiak2277 on December 08, 2019, 07:15:02 PMআমারতো সেরকম মনে হচ্চেনা। দাম শুধু কমতেছেই। বিটকয়েন মার্কেট অস্থির। আমারতো মনে হচ্ছে মার্কেট আরো নিচে নামবে। অনেকেই ক্রিস্টমাস পালনের জন্য তাদের ক্রিপ্টো বিক্রি করে দিতে পারে।দেখা যাক কি হয় আর বেশি দিন বাকি নেই। বাকিটা আল্লাহ ভালো জানেন।কমতে কমতে ভাই যা ছিল তা অলেট এ একবারে ফিনিশ হয়ে রয়েছে। মনেহয়না এই ঘাটতি রিকভারি হবে। তবে ক্রিসমাস দিনের জন্য এক টু অপেক্ষা করি দেখি কি হয়? এ বছর বড় দিনের আগে বাড়ার সম্ভাবনা আর নেই। যা বাড়ার গত কয়েক মাস আগে বেড়েছে। তবে আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে বিটিসি আবার ১০০০০ ডলার এবং ইথার ২২০ ডলারে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তবে সবই গবেষণা নির্ভর, এটা সব সময় সত্য নাও হতে পারে। আমরাও আশা করবো যত দ্রুত বিটিসি ইথার ও অন্যান্য কয়েনের দাম বাড়তে তত আমাদের জন্য ভালো।
Quote from: Malam90 on December 12, 2019, 05:01:11 PMQuote from: Coin63@ on December 09, 2019, 05:57:12 PMQuote from: istiak2277 on December 08, 2019, 07:15:02 PMআমারতো সেরকম মনে হচ্চেনা। দাম শুধু কমতেছেই। বিটকয়েন মার্কেট অস্থির। আমারতো মনে হচ্ছে মার্কেট আরো নিচে নামবে। অনেকেই ক্রিস্টমাস পালনের জন্য তাদের ক্রিপ্টো বিক্রি করে দিতে পারে।দেখা যাক কি হয় আর বেশি দিন বাকি নেই। বাকিটা আল্লাহ ভালো জানেন।কমতে কমতে ভাই যা ছিল তা অলেট এ একবারে ফিনিশ হয়ে রয়েছে। মনেহয়না এই ঘাটতি রিকভারি হবে। তবে ক্রিসমাস দিনের জন্য এক টু অপেক্ষা করি দেখি কি হয়? এ বছর বড় দিনের আগে বাড়ার সম্ভাবনা আর নেই। যা বাড়ার গত কয়েক মাস আগে বেড়েছে। তবে আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে বিটিসি আবার ১০০০০ ডলার এবং ইথার ২২০ ডলারে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তবে সবই গবেষণা নির্ভর, এটা সব সময় সত্য নাও হতে পারে। আমরাও আশা করবো যত দ্রুত বিটিসি ইথার ও অন্যান্য কয়েনের দাম বাড়তে তত আমাদের জন্য ভালো।আমরা তো অনেক কিছুই ধারণা করি। অনেক কিছুই বলি। btc আর eth এর দাম যে হারে কমতে শুরু করেছে সামনে Christmas day আসবে কিনা সন্দেহ আছে।
আশায় ছিলাম কিন্তু Christmas হলিডে তে মাক্রেট কিছুটা ভাল হবে। ভালতো দূরেরকথা আরোও মাক্রেট ড্যামেজ হয়েছে। কিছু বুঝে উঠতে পারছি না।