Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আজ হঠাৎ করে করোনার প্রকোপ বেড়ে গেছে দেশে। হঠাৎ করে আজকে সর্বচ্চ ১৮ জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮ জনে। হুড়হুড় করে বাড়ছে করোনার রোগী। এরই মধ্যে গার্মেন্টস সেক্টরের হঠাৎ নির্বুদ্ধিতায় পোশাক কারখানা গুলো খোলার কথা জানানোয় লক্ষ লক্ষ শ্রমিক বাড়ি ছেড়ে ঢাকায় এসেছেন আবার তাদের হয়তো বাড়িতে ফিরে যেতে হবে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ কি এখন বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে আপনার মনে হয়?
Vai aj arow 19 jon deaths and new cases 1162 ja khub khub tension er bapar...Allah sob muskil asan korben
বাংলাদেশ করণা পরিস্থিতিতে অনেক ঝুঁকিতে আছে। কারণ বাংলাদেশ এর স্বাস্থ্য বিধি কেউ মেনে চলে না।
ভাই এই সম্পর্কে কি আর বলবো আজ 41 জন শনাক্ত হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভাই তারপরও বাংলাদেশের নাগরিক সচেতন হতে পারছে না সেনাবাহিনী এত করে এদেরকে হোম করেন টাইমে থাকতে বলছে তারপরও এরা শুনতেছে না ফলে বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কমে আসতেছে। জানিনা ভবিষ্যতে আরও কতজন মরবে।তবে আমরা প্রভুর কাছে একটাই প্রার্থনা করি সে যেন অতি শীঘ্রই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করেন।
BTC দাম কমা, বাড়া নির্ভরশীল জনপ্রিয়তার উপর ।যেহেতু বিশ্বজুড়ে কোভিড-১৯ এর তান্ডবে বিশ্বের অর্থনীতি কঠিন সময় পাড় করছে।এই অবস্থায় ২০২০ ইং এর শেষের দিকে ETH এর দাম আমি মনে করি ৬০০ ডলার হতে পারে।