Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।
Decentralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না থেকে একাধিক ব্যক্তি বা প্রতিষ্টানের মাঝে বন্ঠিত হয় তখন তাকে Decentralization বলে।
Centralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সীমাবদ্ধ থাকে তখন তাকে Centralization বলে।
ক্রিপ্টোতে Decentralization ও Centralization দুটি বহুল প্রচলিত শব্দ।
ক্রিপ্টোকারেন্সি মূলত Decentralization এর অর্ন্তর্ভুক্ত। তবে যেসব একচেঞ্জে ট্রেড, উইথড্র ইত্যাদি কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজে করা যায় সেগুলো Decentralized Exchange বা DEX বলে । যেমন IDEX, Binance Dex, Stex, Etherdelta, Fork Delta, UniSwap, SushiSwap ইত্যাদি।
অন্যদিকে যেসব একচেঞ্জে ট্রেড, ডিপোজিট, উইথড্র তৃতীয়পক্ষের হস্তক্ষেপ লাগে বা তৃতীয় পক্ষ চাইলে যে কোন কিছু করতে পারে সেসব একচেঞ্জ Centralized Exchange বা CEX বলে। এই একচেঞ্জগুলো খুবই জনপ্রিয় এবং বলা যায় প্রায় ৯০% লেনদেন হয় এই একচেঞ্জগুলোতে।
বায়নান্স, কুকয়েন, প্রবিট, হটবিট এগুলো।