কারমা নিয়ে কথা বলতে আর ভালো লাগেনা। মডারেট ভাই সহ আমরা জানি যত ভালো পোস্টই করিনা কেন-মাত্র কয়েকজন ছাড়া পজিটিভ কারমা কেউ দেয়না। সবাই শুধু তেল মারে-ভাই পোস্টটি খুব ভালো হয়েছে, উপকৃত হয়েছি, অনেক শিখেছি, অনেক তথ্যবহুল পোস্ট অথচ একটা কারমাও পড়েনা সেই পোস্টে। অথচ একটা তথ্যবহুল পোস্ট করতে অনেক কষ্ট করতে হয়, অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়। এরকম পোস্ট করে যখন দিনের পর দিন কেউ কারমা না পান তখন নিরুৎসাহিত হয়ে যান এবং তখন তার মধ্যে ভালো কিছু করার আগ্রহ থাকেনা। গত দুমাস ধরে আমি এবং মডারেটর ভাই নতুনদের ভালো পোস্ট দেখলে কারমা দিতাম উৎসাহ দেওয়ার জন্য। অথচ তারা যখন ফুল মেম্বার হলো মানে কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করলো তখন তারা ভুলেই গেলো যে কারমা দিতে হয় বা কারমা দেওয়া যায়। অনেকে সিনিয়র মেম্বার বা হিরো মেম্বার হয়ে তারা এখন ইনএকটিভ হয়ে গেছেন অথচ তাদের অতীত এখন সুদূরে পরাহত।