Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Nostoman on September 18, 2020, 07:13:59 AMমানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন আমরা আমাদের জন্য একটি বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না। সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি। সবাই যার যার মতো নতুন নতুন টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুনএখন থেকে এরকম চলবে না কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন। টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।ধন্যবাদ
আমাদের এই ফোরামে যে ভাইটি মডারেটরের দায়িত্ব পালন করছে আসলে তার মত মোডারেটর খুঁজে পাওয়াটা দুষ্কার্য। তিনি সব সময় লক্ষ্য রাখছেন কে কিভাবে পোস্ট করে এবং পোষ্টের মান একটু খারাপ হলে তাকে সাথে সাথে বলে দেয় আপনি এভাবে পোস্ট করবেন না। কিন্তু বিটকয়েনে আসলে এরকম মন মানসিকতা নেই কারো। তাই মোডারেটর ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।