Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Tepona on February 15, 2021, 08:18:10 AMএক বড় ভাইয়ের প্রফাইলে ব্যাচ দেখলাম r. General. মূলত এটি সম্পর্কে জানতে চাই। সিনিয়রদের বা মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।ব্রাদার অনেক সিনিয়র ভাই এবং মডারেটর ভাইদের অনেক ধরনের ব্যাচ থাকে। আর জেনারেল ব্যাচ টা মূলত কি সেটা আমিও ক্লিয়ার নই। আশা করি আর জেনারেল ব্যাচ প্রাপ্ত কোন সিনিয়র ভাই আমাদেরকে এ বিষয়ে অবশ্যই জানাবেন।
এক বড় ভাইয়ের প্রফাইলে ব্যাচ দেখলাম r. General. মূলত এটি সম্পর্কে জানতে চাই। সিনিয়রদের বা মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিভিন্ন ধরণের র্যাংক ও সদস্য দলসমূহ।= https://www.altcoinstalks.com/index.php?topic=193714.0 টপিকটা পড়লে সেখানে সব ধরনের র্যাংক ও পদবীর নাম আছে।R. General হচ্ছে অলটকয়েন্সটকের সাবরেডিট সর্বময় কর্তা।
Quote from: Tepona on February 15, 2021, 08:18:10 AMএক বড় ভাইয়ের প্রফাইলে ব্যাচ দেখলাম r. General. মূলত এটি সম্পর্কে জানতে চাই। সিনিয়রদের বা মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে আমার তেমন ধারনা নেই তবে আমি বলতে চাই আসলে আইডিতে যে ব্যাস গুলো দেয়া হয় সেই ব্যাচের কি কার্যকারিতা সে বিষয়ে টপিকস করা উচিত । সিনিয়র মডারেটর ভাই দের কাছে আমার নিজেরও এই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একটি টপিকস তৈরি করবেন ।