
Explore কাজ করার নিয়মঃ
Ayuwage থেকে প্রতিদিন ৩-৪$ রেফারেল ছাড়া আয়ের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত (Registration থেকে কাজ করা থেকে টাকা তোলা)
Explore কাজ ১ মে অ্যাড টিতে ক্লিক করুন। Continue To website এ ক্লিক করে অ্যাড পেজে জান। যে পেজে গেলেন সে পেজ এর URL link কপি করুন। কপি করে পেজ না কেটে আপনি Ayuwage / Innocurrent পেজে আবার ফিরে এসে URL address link টি Paste করুন। এখন আবার অ্যাড পেজে গিয়ে ঐ পেজ এর যেকোন লিঙ্ক এ ক্লিক করুন।খেয়াল রাখবেন যে অ্যাড পেজ এ আছেন সে পেজ এরই কোন লিঙ্ক এ ক্লিক করতে হবে।এখন যে পেজে আছেন সেই পেজ এর URL LINK আবার কপি করে পেজ না কেটে আপনি Ayuwage / Innocurrent পেজে আবার ফিরে এসে URL address link টি Past করুন। এখন আবার অ্যাড পেজে গিয়ে যেকোন অ্যাড এ ক্লিক করুন।
মনে রাখবেন এই বার আপনাকে অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করার পর যে পেজে যাবেন সেই পেজ এর URL link কপি করুন। কপি করে পেজ না কেটে আপনি Ayuwage / Innocurrent পেজে আবার ফিরে এসে URL address link টি Paste করুন ও সাবমিট করুন। জানি না কতটুকু বুঝাতে পারলাম। মাঝেমাঝে অনেক কিছু বাংলা থেকে ইংলিশ এ ভালভাবে বুঝা যায়। নিয়মটি Ayuwage & Innocurrent থেকে আবার ভাল ভাবে পড়ে নিন। অ্যাড এ ক্লিক করার পর Explore পেজটি Redirect হয়ে নিচের ছবির মত বক্স টি আসবে।
যেখানে আপনাকে লিঙ্ক তিনটি সাবমিট করতে হবে।কিন্তু প্রবলেম হল মাঝেমাঝে Explore পেজটি Redirect হয়না। সাধারণত ১০ সেকেন্ড এর মধ্যে Redirect হওয়ার কথা। Redirect না হলে অন্য ধরনের অ্যাড দেখেন।এই অ্যাড নিয়ে বার বার চেষ্টা করার দরকার নাই। কারন তিন বার ভুল হলে অ্যাকাউন্ট সাসপেন্ড। অ্যাড এ ক্লিক করলে আপনার ইমেইল এ অ্যাডটি চলে যাবে।মানে যে ইমেইল দিয়ে সাইন আপ করছিলেন সেই ইমেইল এ।যদি অ্যাডটি Spam ফোল্ডার এ যায় তবে আপনাকে
[email protected] or promo@innocurrent গিয়ে ইমেইল কে whitelist এ নিতে হবে অথবা আপনি যদি চান spam থেকেই ক্লিক করবেন তা আপনার ইচ্ছা। অ্যাড এ ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইট এ ১০ সেকেন্ড থাকতে হবে অ্যান্ড যেকোন একটি অ্যাড/ কনটেন্ট এ ক্লিক করতে হবে।
Search এ কাজ করার নিয়মঃ
Search এর এক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট সার্চ ইঞ্জিন এ গিয়ে একটি নির্দিষ্ট লেখা লিখে সার্চ করতে হবে।বেশির ভাগ ক্ষেত্রে গুগল অ্যান্ড বিং এই দুই সার্চ ইঙ্গিন ই থাকে। যাই হোক নিদিষ্ট লেখাটি লিখে সার্চ দেবার পর আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইট খুজে বের করতে হবে। ওয়েবসাইটি ১-৫ তম পাতার মধ্যে থাকবে। সার্চ করে ওয়েব পেজ টি পেয়ে গেলে ঐ ওয়েবসাইট এ গিয়ে আপনাকে ১০ সেকেন্ড থাকতে হবে এবং যেকোন একটি কনটেন্ট এ ক্লিক করতে হবে।তারপর আপনাকে আবার Ayuwage/ Innnocurrent এ এসে Done baton এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এ ক্রেডিট যোগ হয়ে যাবে।
Special এ কাজ করার নিয়মঃ
Special এই ধরনের অ্যাড এই অঞ্চলে কম পাওয়া যায় বা পাওয়া যায় না বলেই চলে।এই অ্যাড গুলোর ভ্যালু খুব বেশি ৪০০ ক্রেডিট পর্যন্ত। আপনি যদি আমেরিকায় থাকেন তবে এই দুই সাইট থেকে মাসে ৪০০-৫০০ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভব। যাই হোক... যদি এই অ্যাড পেয়েই যান কিভাবে ইনকাম করবেন বলে দিচ্ছি। প্রথমে আপনাকে অ্যাড এ ক্লিক করে অ্যাড এর পেজে যেতে হবে। ঐ পেজে গিয়ে আপনাকে News letter এ আপনাকে Subscribe করতে হবে। মানে আপনাকে আপনার নাম অ্যান্ড ইমেইল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে । তারপর আপনাকে আবার Ayuwage/ Innocurrent পেজে এসে আপনি যে নাম + ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করেছেন সেই ইমেইল একটি বক্স এ সাবমিট করতে হবে।++ আপনি যে subscribe করেছেন তার প্রমান স্বরূপ আপনাকে screen শট নিতে হবে। তারপর ওরা আপনাকে ঐ বক্স এ একটি লিঙ্ক দিবে। ঐ লিঙ্ক এ ক্লিক করে আপনাকে আপনার স্ক্রিন শটটি আপলোড করে ঐ লিঙ্ক কপি করে এনে বক্স এ সাবমিট করতে হবে। ওরা সব কিছু ঠিক থাকলে সাধারণত ১৫ মিনিট পর আপনার অ্যাকাউন্ট এ ক্রেডিট যোগ করে দিবে।
কিভাবে স্ক্রিন শট নিবেন :
Ctrl + PrntScr চাপুন ( PrntScr keyboard এর উপরের দিকে ডান সাইডে পাবেন ) paint open করে paste করুন।
Task কাজ করার নিয়মঃ
Task NeoBux/Clixsens এ যে টাস্ক এখানেও সেই একই টাস্ক। এখানেও আপনাকে Crowd flower এ গিয়ে সাইন আপ করে কাজ করতে হবে, আগের মতই নিয়ম।
Radio কাজ করার নিয়মঃ
Radio নাম শুনেই বুঝতে পারছেন।হ্যা অনলাইন রেডিও, আপনাকে অনলাইন রেডিও শুনতে হবে,রেডিও ইনকাম খুব কম, ১০ মিনিট শুনলে মাত্র ৩ ক্রেডি, ৩০ মিনিট শুনলে ৩০ ক্রেডিট।অনেকেই যারা ব্রডব্যান্ড ব্যাবহার করেন তারা রেডিও চালু করে চলে যান।কিন্তু এতে ইনকাম হবে না অথবা একটি ওয়ার্নিং পেতে পারেন।কারন আপনাকে ১০ মিনিট পর পর ওরা আপনাকে একটি Captcha দিয়ে সল্ভ করতে বলবে। তার মানে আপনাকে রেডিও না শুনলেও ১০ মিনিট পর পর লক্ষ রাখতে হবে।আর রেডিও ওপেন করলে অনেক গুল স্টেশন পাবেন। ধরেন আপনি ৮ মিনিট শুনে একটি স্টেশন চেঞ্জ করলেন তাহলে আপনি কোন ক্রেডিট পাবেন না।কারন যে সময় স্টেশন চেঞ্জ করবেন সেই সময় থেকে ১০ মিনিট কাউন্ট করবে।
survey কজ করার নিয়মঃ
survey নাম শুনেই বুজতে পারছেন কি করতে হবে, কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে আমাদের এইদিকে সার্ভে থাকেনা বললেই চলে। Rewards( শুধু ayuwage এ ) এখানে আপনি আবার ৪-৫ ধরনের আর্ন করার ওয়ে পাবেন। এখানে আপনি মাঝেমাঝে একটি কাজ কমপ্লিট করে ৪০০০-৫০০০ ক্রেডিট আর্ন করতে পারবেন। তাই অবশ্যই চেস্টা করবেন। কারন চিন্তা করুন একবার কাজ কমপ্লিট করতে পারলে একবারে ৪০০০-৫০০০ ক্রেডিট। LIVE এখানে আপনি দুই ধরনের অ্যাড পাবেন (1) Browse Live site / Live Site overview : এই ধরনের অ্যাড এক ঘণ্টা surf করলে ৫০ ক্রেডিট পাবেন (2) Browse Interactive site / Interactive Site overview : এই ধরনের অ্যাড সার্ফ করলে ২৫০ ক্রেডিট পাবেন, কিন্তু এই অ্যাড শুধু সার্ফ করলেই হবে না সাথে সাথে আপনাকে প্রত্যেক টি পেজ এর যে কোন একটি কনটেন্ট এ ক্লিক করতে হবে।
dollar Withdraw করার নিয়মঃ
কিভাবে টাকা Withdraw করবেন, যখন আপনার ১০৫০০( দশ হাজার পাঁচ শ) ক্রেডিট হয়ে যাবে তখন আপনি টাকা withdraw করতে পারবেন। ১০ হাজার৫০০ ক্রেডিট = ৫ ডলার। withdraw করার জন্য reward মেনু তে ক্লিক করুন। Reward মেনু আপনি ayuwage এ main মেনু তে পাবেন। innocurrent এ লেফট সাইড মেইন মেনুতে পাবেন,
Reward মেনু কাজঃ
এখানে অনেক গুল অপশন আছে আপনার টাকা ব্যাবহার করার জন্য। আপনি সব অপশন বাদ দিয়ে payza অপশন এ গিয়ে অথবা আপনার যদি ভেরিফাই পেপাল থাকে সেক্ষেত্রে পেপাল সিলেক্ট করে Purchase item এ ক্লিক করুন। তারা যদি আপনার ইমেইল ভেরিফাই করতে বলে সেক্ষেত্রে ওরা আপনার ইমেলে একটি লিঙ্ক পাঠাবে । সেই লিঙ্কে ক্লিক করে ইমেইল ভেরিফাই করুন। তার পর payza Purchase এ ক্লিক করুন.১০-১৫ দিনের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্ট এ চলে আসবে।
ওয়ার্নিং কিঃ
ওয়ার্নিং আপনি যদি নিয়ম মত ক্লিক না করেন অথবা নিজের অজান্তে কোন ভুল হয়ে থাকে তবে ওরা আপনাকে ১টি করে ওয়ার্নিং দিবে। যদি আপনি ৩ টি ওয়ার্নিং খান তবে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। আপনি কোন ওয়ার্নিং পেয়েছেন কিনা তা আপনি Start earning বাটন এ ক্লিক করলেই উপরের দিকেই দেখতে পাবেন। যদি দেখেন ১ টি ওয়ার্নিং পেয়েছেন তবে সাথে সাথে ২৪ ঘন্টার জন্য ক্লিক করা বন্ধ করে দিন । কারন ২৪-৪৮ ঘণ্টা পর ওয়ার্নিং চলে যায়। তখন আবার আপনি ২ বার ওয়ার্নিং খেলেও অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর সব সময় চেষ্টা করবেন যেন কোন ওয়ার্নিং না আসে।
দৈনিক ১-৫ ডলার ইনকামের ফরমুলা কিঃ
দৈনিক ১-৫ ডলার ইনকামের ফরমুলা আমি শুরুতেই বলেছিলাম কোন ধরনের রেফেরাল ছাড়াই ১-৫ ডলার ইনকাম করা যায়।
এখন দেখাচ্ছি কিভাবে?
(১) ধরুন আপনি সকাল ৭ টায় আপনার কম্পিউটার অন করে লগইন করলেন। আপনি দেখতে পাবেন view /Regular /Standard অংশে হয়তবা ৪ টি অপশনে সর্বমোট ১৫ টি অ্যাড আছে। সব গুল ক্লিক করুন। বাকি ৮-৯ অপশন গুলু ঘুরে আসুন।অন্য অপশন এর কাজ গুল করুন। সব কাজ করতে হয়তবা আপনার ২০-৩০ মিনিট সময় লাগবে। মানে সব কাজ করতে হয় তাবে আপনারসময় ৩০ মিনিট লাগল।
(২) আবার সকাল ৮ টায় অ্যাকাউন্ট এ লগইন করে দেখুন আবার একই পরিমান অ্যাড দেখতে পাবেন।
(৩) আবার ৯টায় লগিন করে দেখুন আবার একই পরিমান অ্যাড পাবেন।
(৪) আস্তে আস্তে হয়ত অন্য অপশন গুল মানে ( Email/ Explore/ Search/ Radio/Survey /Reward/ live ) এই গুলতে দুই তিন বার দেখার পর অ্যাড থাকবে না।
কিন্তু View/ Regular/Standard এই অ্যাড গুল ২৪ ঘন্টা থাকে। আপনি ৩ মি্নিট পর পর View/ Regular/Standard পেজ রিফ্রেশ করলে নতুন নতুন অ্যাড পাবেন। মাঝে মাঝে ২৪ ঘণ্টায় ৪০০০ হাজার পর্যন্ত অ্যাড থাকে।
একটি কথা মনে রাখবেন এই দুই সাইট কখনই এক সাথে সব অ্যাড দেয় না। আস্তে আস্তে অ্যাড গুল ছাড়ে।
তাই যত বেশি কম্পিউটার এর সামনে থাকতে পারবেন+ অ্যাড পেজ রিফ্রেশ করবেন তত বেশি অ্যাড দেখতে পাবেন। আরেকটি জিনিস মনে রাখবেন মাঝে মাঝে এই দুই সাইট এর অ্যাড খুব কমে যায়। মানে সারা দিনে মাত্র ২০-৩০ টা অ্যাড থাকে। এর কারন হচ্ছে এই দুই সাইট এ যারা অ্যাড দেয়, মানে অ্যাডভারটাইজার মাঝে মাঝে এশিয়া/ আফ্রিকা এই অঞ্চলে অ্যাড Restriction করে দেয়। মানে Ayuwage / innocurrent এর মালিক কে বলে দেয় সে শুধু আমেরিকা/ কানাডার ভিজিটর চায়। সেক্ষেত্রে এই অঞ্চলে অ্যাড কমে যায়।
কিন্তু চিন্তার কিছু নেই দেখা যায় এ রকম সমস্যা কিছু দিন থাকে। দেখা যায় ১ মাস পড়ে আবার প্রচুর অ্যাড আসতে থাকে। কারন সব অ্যাডভারটাইজার এলাকা টার্গেট করে অ্যাড দেয় না
সমস্যা :
ভুলেও এই দুই সাইট থেকে Rented Referral কিনবেন না। কারন এরা ৯৯% Inactive Rented Referral বিক্রি করে দেয়।
সুযোগ :
আপনি যেনে অবাক হবেন যে Innocurrent এ রেফেরাল ইনকাম ১২০% কিছু Innocurrent Referral যোগার করার জন্য। আপনার যদি সময় থাকে, তবে এই সাইটেও কাজ করতে পারেন। আমি সব সময় কাজ করতে বলছি না। সব সময় কাজ করার জন্য উপরে যে চারটি সাইট এর নাম বলেছি সেই চারটি সাইট এ কাজ করবেন। এই সাইটি হাল ছোট সাইট। কিন্তু এই সাইট এ অনেক বাংলাদেশি/ ইন্ডিয়ান কাজ করে। এই সাইট এর মালিক টিম ক্লব, জার্মানির নাগ্রিক।