হ্যাঁ এ প্রতিষ্ঠানটি আস্তে আস্তে সকলকে পেছনে ফেলেছে এর পেছনে অনেক কারণ রয়েছে। কারন এই প্রতিষ্ঠানগুলো বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে থাকে। এবং সময়ের সাথে সাথে তাদের জিনিসের মান উন্নয়ন করতে থাকে বিদায় এই প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এবং শেষমেষে এ আই এর সহযোগিতায় জনপ্রিয় তার শীর্ষে অবস্থান করে। NVIDIA-এর বর্তমান সাফল্য মূলত AI-এর কারণে, কারণ তাদের GPU-গুলো AI এবং মেশিন লার্নিং-এর জন্য অপরিহার্য। ক্রিপ্টোকারেন্সি মাইনিং-ও কিছু অবদান রেখেছে, বিশেষ করে পূর্বের সময়ে, কিন্তু AI-ই তাদের সাম্প্রতিক সাফল্যের প্রধান চালক। বর্তমানে এটি এ আই এর ওপর নির্ভর করে সকলকে পেছনে ফেলতেছে এবং crpto কারেন্সি মাইনিং এ এদের অবদান রয়েছে।