রিয়েল রিসার্চ সার্ভে এপটি সত্যি দূর্দান্ত। আমি এখানে ভালো টোকেন আয় করছি। আমরা প্রথমে এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবো। তারপর আমরা রেজিস্ট্রার করবো। তারপর kyc লেভেল পূরন করবো। তারপর সার্ভে অপশনে যাবো। সেখানে যদি তখন সার্ভে থাকে তাহলে তা সহজেই পূরন করে নিবো। এই এপে আপনাকে ২ মিনিট সময় ব্যয় করলেই হবে। এটি একটি এক্সটা আয় করার জন্য একটি এপ। আমি আমার আয়কৃত টোকেন আপনাদের দেখাবো।

ফটোতে দেখছেন আমি কত টোকেন লাভ করেছি
আপনার দেওয়া দিক-নির্দেশনা মত আমিও এই অ্যাপটি ডাউনলোড করে প্লে স্টোর থেকে। এবং একাউন্ট করে কিছু পরিমাণ TNC টোকন আয় করতে পেরেছি। আমি যতদূর জানি TNC টোকেন এর দাম হয়তো 0.009311$ করে।