আমার জানামতে বা আমি মনে করি যে গ্যাস এবং ইথিরিয়াম দুটোই ভালো মানের কয়েন। এর মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে জনপ্রিয় কয়েন হল ইথেরিয়াম। এই ইথেরিয়াম টি অনেক পুরানো একটি মুদ্রা। আমরা সবাই জানি যে ইথেরিয়াম কে ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েনের রানী বলা হয়। তবে আমি মনে করি যে ইথেরিয়াম কে দেশ কয়েন কখনো পেছনে ফেলতে পারবে না। যে ড্যাস এর চেয়ে ইথেরিয়াম কয়েন অনেক ভালো।