যে পরিমান ফি দাবি করতেছে তা দিতে গেলে আমার জমি বিক্রি করে ফি দিতে হবে।

৩০ ডলার ফি চায় ক্লেম করতে। আমার ওয়ালেটে গ্যাস নেই। তাই কোন একচেঞ্জ থেকে উইথড্র করতে হলে অন্তত ১৫ ডলার ফি যাবে এখন।
এর পর ক্লেম করলে সেটা ওয়ালেটে আসবে। এরপর ওয়ালেট থেকে যে একচেঞ্জে আছে সেখানে সেন্ড করতে আরো অন্তত ১০ ডলার যাবে ফি। এর পর একচেঞ্জে ডিপোজিট হলে সেল করতে ফি লাগবে অন্তত ৩ ডলার। আবার সেই একচেঞ্জ থেকে উইথড্র করতে অন্তত ১৫ ডলার ফি কাটবে ইথারিয়াম।
তাহলে সর্বসাকূল্যে ফি দাড়াবে ৩০+১৫+১০+৩+১৫=৭৩ ডলার। তাহলে হয় জমি বিক্রি করে দিতে হবে নতুবা ব্যাংক থেকে লোন নিতে হবে এ যাত্রায়।
