এই সমীকরণ ভাই নিজের চোখে দেখতেছি। কোথাও থেকে কালেক্ট করলে অবশ্যই সেখানে সোর্স যোগ করতাম। যত ইনভেস্টমেন্ট ছিলো alts এ সবগুলো ৩০% এরও বেশি পরিমাণে কমে গেছে। যেখানে TON , NEAR , SUI নিয়ে অনেক আশাবাদী ছিলাম যেখানে সেগুলোর দাম কত কমে গেছে দেখেন। ETH এর দামও কত পড়ে গেছে দেখেন। এগুলো দেখে অনেক হতাশায় পড়ে গেছি ভাই। যেখানে আল্ট সিজন আসার কথা সেখানে মার্কেট ক্র্যাশ করতেছে। বিটকয়েনের ধরতে গেলে স্ট্যাবল পজিশনে আছে একটি নির্দিষ্ট দামের সার্কেলে কিন্তু আল্ট রকেট গতিতে নিচের দিকে যাচ্ছে।
আপনার যদি মাত্র ৩০ শতাংশের মতন লস হয়ে থাকে altcoin এ বর্তমানে, তাহলে আমি মনে করি আপনার আলহামদুলিল্লাহ বলা উচিত।
কারণ এই দিক থেকে আমার প্রায় নব্বই পার্সেন্ট এর উপরে লস রয়েছে শুধুমাত্র একটা কয়েন পলিগনে, এবং Dogs নিয়ে আশায় ছিলাম যে এবার হয়তো এটি memecoin মার্কেট রাজ করবে কিন্তু এটিও প্রায় ৮০ শতাংশের উপর লসে রয়েছে আমার।
তার মধ্যে bybit এর হ্যাকিং এর ইস্যুতে এগুলো আরো ভেঙে পড়েছে, যদিও বর্তমানে দেখতেছি Ethereum আবার 2.8k তে রিকভার করেছে তার পরেও অন্যান্য গুলো তেমন ভালো রিকভার করতে পারেনি।
তারপরও আশায় থাকবো যে অল্ট সিজন আসবে।