আমরা যারা কৃপ্টোর সাথে জড়িত, তাদের দিনের বেশিরভাগ সময়ই কাটে টেলিগ্রামে। আর টেলিগ্রামের মধ্যে কিছু বট (BOT) আছে যা আমাদের অনেক ধরনের সেবা দিয়ে থাকে। আজকে আমি কথা বলব, চারটি টেলিগ্রাম বট নিয়ে, যা আমাদের দৈনন্দিন কাজকে করেছে অনেকটা সহজ। আশা করি আপনাদেরও উপকারে আসবে।
১. Gmail বট। এই বটটি হচ্ছে গুগলের অফিসিয়াল এবং ভেরিফাইড বট। আপনি যদি এটির সাথে আপনার মেইল কানেক্ট করেন, তাহলে আপনাকে মেইল চ্যাক করার জন্য আর জিমেইল এপ্সে যেতে হবেনা। সব মেইল আপনার টেলিগ্রামেই আসবে।
বট লিংক:
https://t.me/GmailBot
২. Ethereum Explorer বট। এই বট এ আপনার ইথিরিয়ামের পাব্লিক এড্রেসটি সেট করে দিবেন, আপনার ওয়ালেটে যদি কোন টোকেন আসে, তাহলে এই বট আপনাকে ম্যাসেজ দিবে।
বট লিংক:
https://t.me/ETHtokenExplorer_bot
৩. ট্র্যাকিং বট। এই বট এর কাজ হচ্ছে আপনার ইথিরিয়াম ওয়ালেটে কোন টোকেন ডিপোজিট হলে বা সেন্ড হলে তা প্যান্ডিং থাকা অবস্থায় আপনাকে অগ্রীম জানিয়ে দিবে।
বট লিংক:
https://t.me/tracktxbot
৪. CryptoWhale বট। এই বটের মাধ্যমে আপনি ইথিরিয়ামের গ্যাস ফি, যেকোন কয়েন বা টোকেনের মূল্য সহ ইত্যাদি দেখতে পারবেন।
বট লিংক:
https://t.me/Cryptowhalebot
এছাড়াও আরও অনেক এক্সেঞ্জের বট আছে যা আমাদের টোকেনের মূল্য দেখতে সাহায্য করে। যেমন: Binance bot, KuCoin bot, mxc bot, bithumb bot, Uniswap bot. ইত্যাদি।
আমি নতুনদের জন্য এই চারটি বটই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। আশা করি সবারই কাজে আসবে।