বিশ্বস্ত বা অবিশ্বস্ত কোনটা আমি জোড়ালোভাবে বলতে পারতেছিনা, তবে আমি নিজে বাইনান্স আর কুকয়েন ব্যবহার করে দেখেছি, আর দুইটার কোনোটাতেই আমার কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় নাই। এখন পর্যন্ত কোনো রকম সমস্যা ফেইস করি নাই, আলহামদুলিল্লাহ্। টাকার পরিমাণ যে কম তাও না, একটা ভালো অংকের টাকাই আমি পিটুপি করে সেল করছি।
আর যেখান থেকেই আপনি পিটুপি করেন না কেনো জাস্ট কয়েকটা জিনিস চেক করে নিবেন। যেমন: বায়ারের ট্রেড কাউন্ট কেমন, সাকসেস রেট কত, ভালো রিভিও আছে কিনা, কতটুকু বিশ্বস্ত ইত্যাদি দেখবেন। এসব দেখে লেনদেন করলে আশা করি কোনো পেরা খাবেননা।
